ঢাকা     বৃহস্পতিবার   ১৯ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৫ ১৪৩১

জনের সিনেমা থেকে সরে গেলেন অভিষেক

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৫, ২৯ আগস্ট ২০২১   আপডেট: ০৯:৩৮, ২৯ আগস্ট ২০২১
জনের সিনেমা থেকে সরে গেলেন অভিষেক

বলিউড অভিনেতা জন আব্রাহাম ও অভিষেক বচ্চন। ‘ধুম’, ‘দোস্তানা’র মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন। ব্যক্তিগত জীবনে তাদের বেশ ভালো বন্ধুত্ব।

গত বছর মালায়ালাম ভাষার ‘আয়াপ্পানাম কোশিয়াম’ সিনেমার রিমেক তৈরির ঘোষণা দিয়েছিলেন জন। এই অভিনেতার প্রযোজনা প্রতিষ্ঠান জেএ এন্টারটেইনমেন্ট থেকেই তৈরি হবে এটি।

শোনা যায়, সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন অভিষেক বচ্চন। এটি পরিচালনা করবেন জগন শক্তি। আগামী নভেম্বরে সিনেমার শুটিং শুরু কথা ছিল। কিন্তু সিনেমাটিতে নাকি অভিনয় করবেন না অভিষেক।

আরো পড়ুন:

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে জনের কাছে গিয়েছিলেন অভিষেক। সিনেমাটি নিয়ে তার সমস্যার কথা খোলাখুলি আলোচনা করেছেন জুনিয়র বচ্চন। আলোচনার পর জনও আর আপত্তি করেননি। ইতোমধ্যে অভিষেকের বিকল্প খুঁজতে শুরু করেছেন জন ও তার সিনেমার টিম।

গত বছর ফেব্রুয়ারিতে মুক্তি পায় সাচি পরিচালিত অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘আয়াপ্পানাম কোশিয়াম’। এক প্রাক্তন হাবিলদার ও সাব-ইনসপেক্টরের গল্প নিয়ে এই সিনেমা। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন পৃথ্বীরাজ সুকুমারন ও বিজু মেনন।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়