ঢাকা     শনিবার   ২৯ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৬ ১৪৩১

নুসরাত ফারিয়া এবার ‘রাবেয়া’

প্রকাশিত: ১৭:১৪, ২৯ আগস্ট ২০২১  
নুসরাত ফারিয়া এবার ‘রাবেয়া’

‘মনপুরা’ খ্যাত চলচ্চিত্র নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম। সর্বশেষ তার নির্মিত ‘স্বপ্নজাল’ সিনেমাটি মুক্তি পায়। এবার নির্মাণ করছেন ‘গুনিন’ নামে সিনেমা। এতে দেখা যাবে বর্তমান সময়ের চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে। এরই মধ্যে চলচ্চিত্রটিতে চুক্তিবদ্ধ হয়েছেন ফারিয়া। এতে রাবেয়া চরিত্রে দেখা যাবে তাকে। 

‘গুনিন’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো নুসরাত ফারিয়াকে নিয়ে কাজ করছেন গিয়াসউদ্দিন সেলিম। এতে নুসরাত ফারিয়া বিপরীতে অভিনয় করবেন শরিফুল রাজ। নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘‘ফারিয়াকে ‘গুনিন’ সিনেমায় চুক্তিবদ্ধ করালাম। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে শুটিং শুরু করার পরিকল্পনা করেছি। সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি। এটি অনলাইন প্ল‌্যাটফর্মে জন্য নির্মাণ করছি।’’

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোট গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘গুনিন’ সিনেমা। সিনেমাটির অন‌্যান‌্য চরিত্রে অভিনয় করবেন ইরেশ যাকের, মনোয়ার, আজাদ আবুল কালাম প্রমুখ। নুসরাত ফারিয়াকে সর্বশেষ ‘যদি তবু কিন্তু…’ নামে একটি ওয়েব ফিল্মে দেখা যায়।

আরো পড়ুন:

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়