ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

বলিউডে প্রথম মিশন শেষ করলেন রাশমিকা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৬, ২৯ আগস্ট ২০২১   আপডেট: ১৭:৩৩, ২৯ আগস্ট ২০২১
বলিউডে প্রথম মিশন শেষ করলেন রাশমিকা

ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘মিশন মজনু’ সিনেমায় অভিনয় করছেন তিনি।

বলিউডে এটি রাশমিকার প্রথম সিনেমা। সম্প্রতি তার এই প্রথম মিশন শেষ করছেন ‘গীতা গোবিন্দম’ নায়িকা। শনিবার (২৮ আগস্ট) ‘মিশন মজনু’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুটিং সেটে রাশমিকার একটি ছবি পোস্ট করে দৃশ্যধারণের সমাপ্তির বিষয়টি জানানো হয়।

এদিকে ইনস্টাগ্রাম স্টোরিতে রাশমিকার সঙ্গে একটি ছবি পোস্ট করে সিদ্ধার্থ মালহোত্রা লিখেছেন, ‘তুমি সত্যিকারের সৈনিক। অনেক মজার সময় ছিল, ধন্যবাদ, শিগগির আবার দেখা হবে।’ উত্তরে রাশমিকা লিখেছেন, ‘সিদ্ধার্থ তুমি সত্যিই অনেক চমৎকার মানুষ। তোমার সঙ্গে কাজ করে সত্যিই অনেক মজা পেয়েছি। আমিই ধন্য।’

আরো পড়ুন:

‘মিশন মজনু’ সিনেমার প্রেক্ষাপট ১৯৭০ সাল। সত্য ঘটনা অবলম্বনে সিনেমার গল্প তৈরি। সিনেমায় একজন ‘র’ এজেন্টের ভূমিকায় অভিনয় করবেন সিদ্ধার্থ। সিনেমাটি পরিচালনা করছেন শান্তনু বাগচী। প্রযোজনা করছেন রনি স্ক্রুওয়ালা।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়