ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

বলিউডে স্বজনপ্রীতি নিয়ে যা বললেন ফারাহ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২২, ৩১ আগস্ট ২০২১   আপডেট: ১৪:০২, ৩১ আগস্ট ২০২১
বলিউডে স্বজনপ্রীতি নিয়ে যা বললেন ফারাহ

বলিউডে স্বজনপ্রীতি নিয়ে অনেকদিন ধরেই আলোচনা-সমালোচনা চলছে। বিভিন্ন সময় এই বিষয়ে কথা বলছেন বলিউড তারকা অভিনয়শিল্পী থেকে শুরু করে নির্মাতারা। এবার এ বিষয়ে মুখ খুললেন ফারাহ খান।

সম্প্রতি নির্মাতা-অভিনেতা আরবাজ খানের শোয়ে হাজির হয়েছিলেন ‘ম্যায় হু না’ নির্মাতা। স্বজনপ্রীতি নিয়ে তিনি বলেন, ‘স্বজনপ্রীতি নিয়ে অনেকে অনেক কথা বলেন। কিন্তু আমার দেখে অবাক লাগে তারাই আবার শাহরুখ, কারিনাদের ছেলেমেয়েদের সিনেমা দেখতে চান।’

একই শোয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে বিদ্রূপকারীদেরও একহাত নিয়েছেন ফারহা। তিনি বলেন, ‘আমি যদি হ্যালো বলি বিদ্রূপকারীরা বলবে আমি নমস্তে কেন বললাম না, কিংবা সালাম কেন দিলাম না।’

আরো পড়ুন:

এক ব্যক্তি একবার ফারাহর সন্তানের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এর জবাবে এই পরিচালক বলেন, ‘আপনি আপনার সন্তানদের খেয়াল রাখুন, আমি আমার সন্তানদের খেয়াল রাখছি।’

কোরিওগ্রাফার হিসেবে বিশেষ পরিচিত ফারাহ। এছাড়া বিভিন্ন টিভি রিয়েলিটি শোয়ে বিচারক হিসেবেও তাকে দেখা যায়। ফারাহ পরিচালিত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘হ্যাপি নিউ ইয়ার’। ২০১৪ সালে মুক্তি পায় এটি। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন- শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, বোমান ইরানি, সোনু সুদ, অভিষেক বচ্চন প্রমুখ

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়