নুসরাত পুত্রের নামে ফ্যান পেজ

গত ২৬ আগস্ট পুত্র সন্তানের জন্ম দিয়েছেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। পুত্রের নাম রেখেছেন ঈশান জাহান। এ অভিনেত্রীর ছেলের বয়স মাত্র ৬ দিন। এরই মধ্যে এই তারকা পুত্রের নামে ইনস্টাগ্রামে ফ্যান পেজ খুলেছে নেটিজেনরা। এ পেজের নামকরণ করা হয়েছে—ঈশান ফ্যান পেজ।
এই পেজের বিবরণীতে লেখা হয়েছে—এই ফ্যান পেজটি নুসরাতের ছেলের। তাতে সদ্যজাতর পুরো নাম লেখা হয়েছে—ঈশান জাহান। প্রোফাইলে একটি ছবি ব্যবহার করা হয়েছে। তাতে দেখা যায়, একটি শিশু কোলে নিয়ে আছেন নুসরাত জাহান। এরই ইতিমধ্যে ১৬৮ জন অনুসরণ করছে ঈশানকে। দ্রুত বাড়ছে এই সংখ্যা। ঈশান ফলো করছে ৪২ জনকে।
এই পেজ থেকে তিনটি পোস্ট করা হয়েছে। তার মধ্যে নুসরাতের দুটি ছবি পোস্ট করেছে। পাশাপাশি একটি ভিডিও পোস্ট করা হয়েছে। তাতে দেখা যায়, হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন নুসরাত জাহান। সোমবার (৩০ আগস্ট) দুপুরে হাসপাতাল থেকে নবজাতক ও নুসরাতকে বাসায় নিয়ে যান অভিনেতা যশ দাশগুপ্ত।
২০১৯ সালের ১৯ জুন ভালোবেসে ধর্মীয় রীতি মেনে নিখিল জৈনর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নুসরাত জাহান। তবে এক বছরের মাথায় তাদের দাম্পত্য জীবনে কলহ শুরু হয়। দীর্ঘদিন ধরে আলাদা থাকছেন এই যুগল। নিখিদল দাবি করেছেন—নুসরাতের এই সন্তানের বাবা তিনি নন। তবে এখনো নুসরাত তার সন্তানের পিতৃপরিচয় জানাননি।
প্রেম-বিয়ে-বিচ্ছেদ-সন্তানের খবর প্রকাশ্যে আসার পর থেকেই আলোচনায় নুসরাত জাহান। পুরোটা সময় তার পাশে ছিলেন বিশেষ বন্ধু যশ। এরপর হাসপাতালে ভর্তি করানো, সেখানে দেখাশোনা করা, সর্বশেষ বাসায় নিয়ে যাওয়ার কাজটিও করেছেন যশ। গুঞ্জন রয়েছে, নুসরাতের এই সন্তানের বাবা যশ দাশগুপ্ত!
ঢাকা/শান্ত