ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

কিয়ারার টপলেস ছবি প্রসঙ্গে যা বললেন ফটোগ্রাফার

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩০, ১ সেপ্টেম্বর ২০২১  
কিয়ারার টপলেস ছবি প্রসঙ্গে যা বললেন ফটোগ্রাফার

ডাব্বু রত্নানি ও কিয়ারা আদভানি

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। প্রখ্যাত ফটোগ্রাফার ডাব্বু রত্নানির ‘ক্যালেন্ডার গার্ল’ হিসেবে তাকে দেখা গেছে। এতে টপলেস হয়ে ক্যামেরাবন্দি হয়েছেন এই নায়িকা।

গত বছরও ডাব্বুর ক্যামেরায় অর্ধনগ্ন হয়েছিলেন কিয়ারা। ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক আলোচনা-সমালোচনা হয়। সম্প্রতি বিষয়টি নিয়ে এক সাক্ষাৎকারে কথা বলেছেন ফটোগ্রাফার ডাব্বু।

তিনি বলেন, ‘অনলাইনে যা লেখা হয়েছে সেগুলো পড়েছি। কিন্তু কিয়ারা আমার সাদা-কালো ছবিতে (এই বছরের ছবি) যেটি পরবর্তী সময়ে ছড়িয়ে পড়ে তাতে টপলেস হননি। আমি এমনভাবে ছবিটি তুলেছি, যেখানে কল্পনার অনেক অবকাশ ছিল। আমার মতে, চেহারায় বেশি আবেদনময়ী ভাব অশ্লীল মনে হয়। এর চেয়ে আমি কৌতূহল রেখেছি।’ ছবিটি মুম্বাইয়ের জেডাব্লিউ ম্যারিয়েট হোটেলে তোলা হয়েছে বলে জানান ডাব্বু রত্নানি।

আরো পড়ুন:

কিয়ারার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শেরশাহ’। ক্যাপ্টেন বিক্রম বাত্রাকে নিয়ে এই সিনেমার গল্প। এতে কথিত প্রেমিক সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন কিয়ারা। অ্যামাজন প্রাইমে সবচেয়ে বেশি দেখা সিনেমা এখন ‘শেরশাহ’।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়