ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

‘যা কিছু করছি মা-বাবাকে গর্বিত করার জন্য’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৯, ৩ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১১:৩৩, ৩ সেপ্টেম্বর ২০২১
‘যা কিছু করছি মা-বাবাকে গর্বিত করার জন্য’

অভিনেতা জ্যাকি শ্রফ ও নির্মাতা আয়েশা শ্রফের ছেলে টাইগার শ্রফ। ২০১৪ সালে বলিউডে অভিনয় ক্যারিয়ার শুরু করেন। সম্প্রতি মা-বাবা ও বোনকে নিয়ে বিলাসবহুল নতুন বাড়িতে উঠেছেন টাইগার।

এ প্রসঙ্গে ‘ওয়ার’ সিনেমাখ্যাত এই অভিনেতা বলেন, ‘মা-বাবা পাশে থাকলেই প্রকৃত বাড়ি মনে হয়। তাদের সঙ্গে যেখানেই থাকি সেটিই আমার বাড়ি। তারা আমার পৃথিবী। যা কিছু করছি মা-বাবাকে গর্বিত করার জন্য। সব সময়ই প্রার্থনা করি, এমন কিছু করব না যেন তারা নাখোশ হন।’

কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে জ্যাকি শ্রফ জানান, বাড়িটি মায়ের জন্য টাইগারের উপহার। এ প্রসঙ্গে টাইগার বলেন, ‘আপনারা জানেন তিনি কেমন প্রকৃতির মানুষ। বাবা এ বিষয়ে একটু বিনয়ী হতে চাইছেন। তিনি স্বাভাবিক থাকার ভান করছেন। কিন্তু মায়ের মতো তিনিও খুবই উচ্ছ্বসিত। আমরা সবাই উচ্ছ্বসিত। বাবা, মা, বোন সবার কাছেই এই বাড়িটি বিশেষ গুরুত্বপূর্ণ।’

আরো পড়ুন:

বর্তমানে টাইগারের হাতে কয়েকটি সিনেমা রয়েছে। ‘হিরোপান্তি টু’, ‘বাঘি-ফোর’, ‘গণপথ’ সিনেমায় দেখা যাবে তাকে। এছাড়া হলিউডের ‘র‌্যাম্বো’ সিনেমার হিন্দি রিমেকে অভিনয় করবেন তিনি।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়