ঢাকা     সোমবার   ৩০ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৬ ১৪৩১

অপূর্ণই রয়ে গেছে রণবীরকে নিয়ে বাবার শেষ ইচ্ছা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২১, ৪ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৩:২৫, ৪ সেপ্টেম্বর ২০২১
অপূর্ণই রয়ে গেছে রণবীরকে নিয়ে বাবার শেষ ইচ্ছা

মা-বাবার সঙ্গে রণবীর কাপুর

প্রয়াত অভিনেতা ঋষি কাপুর। অভিনেত্রী নিতু কাপুরের সঙ্গে দাম্পত্য জীবনে তার দুই সন্তান— ছেলে অভিনেতা রণবীর কাপুর ও মেয়ে মেয়ে ঋদ্ধিমা সাহনি।

গত বছর ৩০ এপ্রিল না ফেরার দেশে চলে যান ঋষি কাপুর। দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। আজ (৪ সেপ্টেম্বর) তার ৬০তম জন্মদিন। এক সাক্ষাৎকারে ঋষি কাপুরের অপূর্ণ ইচ্ছার কথা প্রকাশ করেছেন নিতু কাপুর। তিনি জানান, মৃত্যুর আগে ছেলের বিয়ে দেখতে চেয়েছিলেন ঋষি। মাথায় পাগড়ি, শেরওয়ানিতে ব্রোচ ও ঘোড়ায় চড়া অবস্থায় রণবীরকে দেখার ইচ্ছা ছিল তার।

নিতু জানান, ছেলের বিয়ের পাশাপাশি আরো একটি ইচ্ছা ছিল ঋষির। ‘কৃষ্ণারাজ’ বাড়িটি ভেঙে রণবীর, ঋদ্ধিমা ও তাদের জন্য তিনটি আলাদা অ্যাপার্টমেন্ট তৈরি করতে চেয়েছিলেন। কোভিড-১৯ মহামারি শুরুর আগে নিয়মিত গিয়ে জায়গাটি দেখতেন ও বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতেন ঋষি কাপুর।

আরো পড়ুন:

ব্যক্তিগত জীবনে অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন রণবীর কাপুর। অনেকদিন থেকেই তাদের বিয়ের গুঞ্জন উড়ছে। যদিও এ বিষয়ে এই জুটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো আসেনি।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়