ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

ক্যারিয়ার গড়তে সালমানকে সাহায্য করেছেন জ্যাকি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৭, ৪ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৭:২৩, ৪ সেপ্টেম্বর ২০২১
ক্যারিয়ার গড়তে সালমানকে সাহায্য করেছেন জ্যাকি

বলিউডের বর্ষীয়ান অভিনেতা জ্যাকি শ্রফ। সুপারস্টার সালমান খানের সঙ্গে ‘বন্ধন’, ‘কিউ কি’, ‘ভারত’, ‘রাধে’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন। এই অভিনেতা জানান, শুরুর দিকে বলিউডে ক্যারিয়ার গড়তে সালমানকে সাহায্য করেছেন তিনি।

জ্যাকি শ্রফ জানান, সালমানের সঙ্গে তার যখন প্রথম দেখা তখন ‘দাবাং’ অভিনেতার বয়স মাত্র ১৭। মডেলিংয়ের পাশাপাশি জ্যাকির সিনেমার সহকারী পরিচালকের কাজ করতেন। সালমানকে সিনেমায় নেওয়ার জন্য এই অভিনেতার ছবি নির্মাতাদের দেখাতেন জ্যাকি শ্রফ। এরপরই কে সি বোকাডিয়ার আত্মীয় সালমানকে ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ সিনেমাতে সুযোগ দেন।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জ্যাকি শ্রফ বলেন, ‘আমার বেশ কিছু সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিল সালমান। তখনই খেয়াল করেছিলাম, সে সুন্দরভাবে অভিনেতাদের শটের আগে দৃশ্য বুঝিয়ে দিতো। মানুষদেরকে দারুণভাবে সামলাতে পারতো। যেভাবে সংলাপ পড়তো, তা দেখার মতো ছিল। তখনই মনে হয়েছিল ছেলেটার মধ্যে অনেকদূর যাওয়ার প্রতিভা রয়েছে। কিন্তু কোনোদিনও ভাবিনি সালমান এতবড় তারকা হবে।’

আরো পড়ুন:

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়