ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

সাইফকে কারিনার পরামর্শ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৭, ৫ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৫:০৬, ৫ সেপ্টেম্বর ২০২১
সাইফকে কারিনার পরামর্শ

বলিউড অভিনেতা সাইফ আলী খান। ব্যক্তিগত জীবনে অভিনেত্রী কারিনা কাপুরকে বিয়ে করেছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্রূপ থেকে বিরত থাকা নিয়ে স্ত্রীর পরামর্শের কথা জানিয়েছেন সাইফ।

এই অভিনেতা বলেন, ‘আমি এগুলো পড়ি না। পড়া বন্ধ করেছি এবং সত্যিই অনেক কাজ হয়েছে। কারণ এর ফলে আমি কাজে মনোযোগ দিতে পারি। এছাড়া এটি অনেকটা নেশার মতো। আমার নাম লিখে গুগলে খোঁজ করতাম, তারপর দেখতাম আমাকে নিয়ে কী লেখা হয়েছে। পরে এমন কিছু দেখতাম, যা আমার পছন্দ হতো না এবং এর ফলে মন খারাপ হতো।’

আরো পড়ুন:

কারিনার পরামর্শ নিয়ে সাইফ বলেন, “আমার স্ত্রী আমাকে বলেছে, ‘যা করছো সেগুলো বন্ধ করো।’ অনেকদিন থেকে আর গুগলে সার্চ করে দেখি না। ফলে নিজের মতো করে থাকতে পারি।”

সাইফের পরবর্তী সিনেমা ‘ভূত পুলিশ’। আগামী ১৭ সেপ্টেম্বর মুক্তি পাবে এটি। এতে আরো অভিনয় করছেন অর্জুন কাপুর, জ্যাকলিন ফার্নান্দেজ ও ইয়ামি গৌতম। এছাড়া ‘বান্টি অউর বাবলি-টু’ এবং ‘আদিপুরুষ’ সিনেময় দেখা যাবে সাইফকে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়