ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

একসঙ্গে মহেশ ও টাইগার

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৭, ৫ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৬:০০, ৫ সেপ্টেম্বর ২০২১
একসঙ্গে মহেশ ও টাইগার

তেলেগু সুপারস্টার মহেশ বাবু ও জনপ্রিয় বলিউড অভিনেতা টাইগার শ্রফ। একসঙ্গে পর্দায় হাজির হবেন তারা।

তবে সিনেমায় অভিনয় করছেন না এই দুই অভিনেতা। টিভি বিজ্ঞাপনে দেখা যাবে তাদের। একটি মাউথ ফ্রেশনারের বিজ্ঞাপন করছেন তারা। সম্প্রতি এর শুটিংয়ে অংশ নিয়েছেন মহেশ ও টাইগার। খুব শিগগির এটি প্রচার হবে বলে জানা গেছে।

তবে বলিউডের কোনো অভিনেতার সঙ্গে মহেশ বাবুর বিজ্ঞাপনের বিষয়টি নতুন নয়। এর আগে অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে একটি কোমল পানীয়র বিজ্ঞাপন করেছেন ‘ভারত আনে নেনু’ অভিনেতা।

আরো পড়ুন:

মহেশের পরবর্তী সিনেমা ‘সরকারু বারি পাতা’। এতে তার বিপরীতে দেখা যাবে কীর্তি সুরেশকে। ২০২২ সালের জানুয়ারিতে এ সিনেমা মুক্তির কথা রয়েছে। এছাড়া ‘মেজর’ নামে একটি সিনেমা প্রযোজনা করছেন মহেশ।

টাইগার শ্রফ অভিনীত পরবর্তী সিনেমা ‘হিরোপান্তি টু’। এছাড়া ‘গণপথ’ সিনেমায় অভিনয় করবেন এই অভিনেতা। ‘বাঘি ফোর’ সিনেমাতেও দেখা যাবে তাকে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়