ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

সুশান্তকে মনে পড়ছে পরিণীতির

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫১, ৭ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১২:০২, ৭ সেপ্টেম্বর ২০২১
সুশান্তকে মনে পড়ছে পরিণীতির

জনপ্রিয় বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ‘শুদ্ধ দেশি রোমান্স’ সিনেমায় অভিনয় করেছেন। সম্প্রতি সিনেমাটির আট বছর পূর্ণ হয়েছে।

ব্যক্তিগত জীবনে সুশান্ত ও পরিণীতির বেশ ভালো বন্ধুত্ব ছিল। সিনেমার আট বছর পূর্ণ উপলক্ষে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে প্রয়াত বন্ধুকে স্মরণ করেছেন ‘ইশাকজাদে’ অভিনেত্রী।

‘শুদ্ধ দেশি রোমান্স’ সিনেমার শুটিংয়ের বিভিন্ন অংশ নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন পরিণীতি। এর ক্যাপশনে লিখেছেন, ‘তোমাকে মনে পড়ছে সুশান্ত।’ সিনেমাটিতে ঋষি কাপুরও অভিনয় করেছেন। গত বছর এই অভিনেতাও প্রয়াত হয়েছেন। ক্যাপশনে পরিণীতি তাকে স্মরণ করে আরো লিখেছেন, ‘আপনাকেও মনে পড়ছে ঋষি স্যার। আজ আপনাদের কথা অনেক মনে পড়ছে।’

আরো পড়ুন:

‘শুদ্ধ দেশি রোমান্স’ সিনেমায় সুশান্ত, পরিণীতি ও ঋষি কাপুর ছাড়াও ছিলেন বাণী কাপুর। যশরাজ ফিল্মস প্রযোজিত এই সিনেমা পরিচালনা করেছেন মনীশ শর্মা। ২০১৩ সালের ৬ সেপ্টেম্বর সিনেমাটি ‍মুক্তি পায়।

ঢাকা/মারুফ


সর্বশেষ

পাঠকপ্রিয়