ঢাকা     মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৩ ১৪৩১

‘প্রিয়জন’ নিয়ে এলেন তারা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩০, ৭ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৬:৩৩, ৭ সেপ্টেম্বর ২০২১
‘প্রিয়জন’ নিয়ে এলেন তারা

নতুন গান নিয়ে হাজির হলেন ‘বলনা তুই বলনা’খ্যাত কণ্ঠশিল্পী এসডি সাগর।

‘প্রিয়জন’ শিরোনামের এ গানের কথা লিখেছেন ইমতিয়াজ মেহেদী হাসান। গানটির সুর করেছেন এস এম সোহেল। সংগীতায়োজন করেছেন ছিলেন কণ্ঠশিল্পী এসডি সাগর। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ থেকে প্রকাশিত হয়েছে গানটি।

কণ্ঠশিল্পী এসডি সাগর বলেন, গতানুগতিক ধারার বাইরে এতো সুন্দর কথামালার গান খুব কমই হয়। তাই গানের বাণী পড়ে আর দেরি না করে বরং গেয়ে ফেলি। নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি আপনাদের হৃদয়ে থেকে যাওয়ার মতো একটা গান উপহার দেয়ার। এখন সবার ভালো লাগলেই আমাদের সম্মিলিত প্রয়াস সার্থক হবে।

আরো পড়ুন:

গীতিকার ইমতিয়াজ মেহেদী হাসান বলেন, প্রিয়জন এক সজ্ঞাহীন অনুভূতির নাম। তাকে ঘিরে মানব মনে কতশত কল্পনা, কতশত গল্পের বুনন। এবার সেই বিশেষ মানুষটিকে নিয়ে আমার নিবেদন ‘প্রিয়জন’। চেষ্টা করেছি শব্দশৈলী দিয়ে একজন প্রেমিকচিত্তের চিত্র অংকন করতে। আশা রাখি, আপনারা নিরাশ হবেন না।

সুরকার এস এম সোহেল বলেন, ‘প্রিয়জন’ গানটা যে শুনবে তারই হৃদয়ে গেঁথে যাবে। এর কারণ, সুন্দর ও পরিচ্ছন্ন কথামালা। নিজের জায়গা থেকে আমিও চেষ্টা করেছি, সর্বোচ্চ ভালোটা দেয়ার। সব মিলিয়ে সুন্দর একটি গানের সৃষ্টি হয়েছে, যা বহুকাল মানুষের মনে রয়ে যাবে।

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়