চুটিয়ে প্রেম করছেন পূজা চেরি?
জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম
করোনা যেখানে সর্বনাশ ডেকে এনেছে সেখানেই হয়তো পৌষ মাস খুঁজে পেয়েছেন পূজা চেরি। হাতে কাজ থাকলেও করোনার কারণে দীর্ঘদিন অবসর জীবনযাপন করছেন এই নায়িকা। আর এই সুযোগে নাকি চুটিয়ে প্রেম করছেন তিনি!
এমন খবর ‘ভুয়া’ দাবি করেছেন পূজা। তিনি বলেন, ‘কে বলছে? কে এই ভুয়া নিউজ দিলো?’ তিনি এখন কাজে পুরোপুরী মনোযোগ দিতে আগ্রহী। যে কারণে প্রেম করার সুযোগ নেই বলে রাইজিংবিডিকে জানিয়েছেন পূজা।
এ সময় পূজা নিজেকে ভাগ্যবান দাবি করেন। তার ক্যারিয়ারের শুরুটাও ছিলো বেশ ভালো। এ সর্ম্পকে পূজা বলেন, ‘আমার শুরুটা ছিলো রাজ চক্রবর্তী পরিচালিত ‘নুরজাহান’ সিনেমার মাধ্যমে। সিনেমাটি জাজ মাল্টিমিডিয়া ও এসবিএস প্রযোজিত। আমার কাছে মনে হয় আমার শুরুটা ভালো ছিলো এবং এজন্য আমি খুবই লাকি। দর্শক খুব ভালোভাবে গ্রহণ করেছেন। সেই জায়গা থেকে আমি খুবই ভাগ্যবতী।’
পূজা নতুন কাজে খুব শিগগিরই অংশ নেবেন বলে জানা গেছে। ‘মাসুদ রানা’ সিনেমায় সোহানার ভূমিকায় অভিনয় করছেন পূজা। নতুন এই চরিত্রের জন্য কঠোর পরিশ্রম করেছেন। পূজা অভিনীত ‘শান’ সিনেমাটি গত বছর ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে তা সম্ভব হয়নি।
ঢাকা/রাহাত সাইফুল