ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

মা হারালেন অক্ষয় কুমার

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৫, ৮ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৬:৩৩, ৮ সেপ্টেম্বর ২০২১
মা হারালেন অক্ষয় কুমার

মা হারালেন জনপ্রিয় বলিউড অভিনেতা অক্ষয় কুমার।

সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন অক্ষয়ের মা অরুণা ভাটিয়া। বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে না ফেরার দেশে চলে যান।

মায়ের মৃত্যুর খবরটি জানিয়ে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে অক্ষয় লিখেছেন, ‘তিনি আমার আত্মা ছিলেন। আজ আমি অসহনীয় ব্যথা অনুভব করছি। আমার মা শ্রীমতি অরুণা ভাটিয়া আজ সকালে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এবং অন্য দুনিয়ায় আমার বাবার সঙ্গে একত্রিত হয়েছেন। আপনাদের প্রার্থনার প্রতি আমার শ্রদ্ধা কারণ আমি ও আমার পরিবার এই কঠিন সময় পার করছি। ওম শান্তি।’

আরো পড়ুন:

এর আগে মুম্বাইয়ের একটি হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি ছিলেন অক্ষয়ের মা। লন্ডনে ‘সিনড্রেলা’ সিনেমার শুটিং ছেড়ে সোমবার অসুস্থ মাকে দেখতে ছুটে আসেন অক্ষয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার মায়ের জন্য প্রার্থনা করতে সবাইকে অনুরোধ করেন এই অভিনেতা।

অক্ষয়ের মায়ের মৃত্যুতে তার ভক্ত-অনুরাগী এবং সহকর্মীরা শোক প্রকাশ করছেন।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়