ঢাকা     বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

‘স্বপ্নে দেখা রাজকন্যা’য় আপত্তি নেই সেন্সর বোর্ডের

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৮, ৮ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৪:৪২, ৮ সেপ্টেম্বর ২০২১
‘স্বপ্নে দেখা রাজকন্যা’য় আপত্তি নেই সেন্সর বোর্ডের

চলচ্চিত্র নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের নতুন চলচ্চিত্র ‘স্বপ্নে দেখা রাজকন্যা’। গত ৭ সেপ্টেম্বর সিনেমাটি সেন্সরে প্রদর্শিত হওয়ার পর প্রশংসিত হয়েছে বলে জানান নির্মাতা। ফলে সিনেমাটি বিনা কর্তনে ছাড়পত্র পাবে বলে তিনি আশাবাদী।

সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন নবাগত আদর আজাদ চৌধুরী-নিশাত নাওয়ার সালওয়া। এ ছাড়াও তাদের সঙ্গে মৌসুমী মিথিলা নামে আরেক নবাগতাকে দেখা যাবে।

সিনেমা প্রসঙ্গে মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘গতকাল বিকালে সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখে ফোন করে প্রশংসা করেছেন। আমি আনন্দিত সিনেমাটি বিনা কর্তনে ছাড়পত্র পেতে যাচ্ছে।’

‘স্বপ্নে দেখা রাজকন্যা’র সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন সুদীপ্ত সাইদ খান। প্রযোজনা করেছেন মৌসুমী আক্তার মিথিলা। এমএস মুভিজের ব্যানারে নির্মিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন আলীরাজ, মারুফ আকিব, রেবেকা, চিকন আলিসহ অনেকে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সিনেমাটি মুক্তি দেয়া হবে বলে জানান মানিক। 

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার প্রথম রানারআপ নিশাত নাওয়ার সালওয়া এই সিনেমার মাধ্যমে প্রথম চলচ্চিত্রের ক্যামেরার সামনে দাঁড়ান। অপরদিকে ‘হ্যান্ডসাম দ্য আল্টিমেট ম্যান’ দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন আদর আজাদ চৌধুরীরও এটা প্রথম সিনেমা।

ঢাকা/রাহাত সাইফুল


সর্বশেষ

পাঠকপ্রিয়