সন্তানদের নাম নিয়ে বিদ্রূপ প্রসঙ্গে কারিনার বক্তব্য
দুই সন্তানের সঙ্গে সাইফ আলী ও কারিনা কাপুর
বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুর। তাদের দুই সন্তান— তৈমুর ও জাহাঙ্গীর আলী খান।
সন্তানদের নাম রাখার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিয়ে আলোচনা শুরু হয়। বড় ছেলে তৈমুরের নাম রেখে বেশ বিতর্কিত হয়েছিলেন সাইফ-কারিনা। ২০১৬ সালে তৈমুরের নাম প্রকাশ্যে আসার পরে টুইটারে নেটিজেনদের একাংশ তা নিয়ে তুমুল সমালোচনা করেছিল। এই দম্পতি কেন তাদের ছেলের নাম দিল্লির একজন নৃশংস শাসকের নামে রাখলেন তা নিয়ে তুমুল বিতর্ক হয়।
এদিকে ছোট ছেলের নাম রাখার পরও এটি নিয়ে আলোচনার ঝড় ওঠে। অনেকের ধারণা মুঘল সাম্রাজ্যের চতুর্থ সম্রাট জাগাঙ্গীরের নামেই এই নামকরণ। কেউ কেউ এটি নিয়ে বিদ্রূপও করেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা কাপুর বলেন, ‘সত্যি বলতে এই নামগুলো আমাদের পছন্দ, এর বাইরে কিছু নয়। তারা দু’টি ফুটফুটে শিশু এবং তাদের নামগুলোও সুন্দর। একজন কেন শিশুদের নিয়ে বিদ্রূপ করবে তা বোধগম্য নয়। আমরা ভীষণ কষ্ট পেয়েছি। তবে আমাদের তো অন্য কাজও আছে। শুধু এই বিদ্রূপ কিংবা কে কী বললো এসব নিয়ে পড়ে থাকলে চলবে না।’
কারিনার পরবর্তী সিনেমা ‘লাল সিং চাড্ডা’। হলিউডের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার হিন্দি রিমেক এটি। এতে আমির খানের বিপরীতে অভিনয় করছেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরে সিনেমাটি মুক্তি পাবে।
ঢাকা/মারুফ