ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

বিবাদ ভুলে ফের প্রভাসের সঙ্গে জুটি বাঁধতে চান কঙ্গনা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫১, ১০ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৩:০১, ১০ সেপ্টেম্বর ২০২১
বিবাদ ভুলে ফের প্রভাসের সঙ্গে জুটি বাঁধতে চান কঙ্গনা

বলিউডের ‘কুইন’খ্যাত অভিনেত্রী কঙ্গনা রাণৌত। তবে ব্যক্তিগত জীবনে বিতর্কিত নানা কারণে আলোচনায় আসেন তিনি।

তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাসের সঙ্গে ‘এক নিরঞ্জন’ সিনেমায় অভিনয় করেছেন কঙ্গনা। এটিই এই অভিনেত্রীর প্রথম তেলেগু সিনেমা। কিন্তু শুটিং সেটে ‘বাহুবলি’ অভিনেতার সঙ্গে তার বিবাদ শুরু হয়। এমনকি পরবর্তী সময়ে পরস্পরের সঙ্গে কথাও বলতেন না তারা।

তবে সেই সমীকরণে কিছুটা পরিবর্তন এসেছে। বিবাদ ভুলে প্রভাসের সঙ্গে সিনেমায় জুটি বাঁধতে চান কঙ্গনা। এক সাক্ষাৎকারে ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী বলেন, ‘অনেক বছর পর তামিল ভাষায় থালাইভি সিনেমায় অভিনয় করেছি। তেলেগু ভাষাতেও একটি সিনেমা করতে চাই। অনেকদিন থেকে পরিচালক পুরী জগন্নাথের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে এবং প্রভাসের সঙ্গে একটি সিনেমায় অভিনয়ের সুযোগের জন্য তাকে বলেছি।’

আরো পড়ুন:

এর আগে ‘বাহুবলি’ সিনেমায় প্রভাসের অভিনয় দেখে এই অভিনেত্রী বলেছিলেন, ‘প্রভাস ভালো করছে দেখে ভালো লাগছে। আমরা যখন ক্যারিয়ার শুরু করেছিলাম, অনেক ঝগড়া হতো। আমাদের এত বড় ঝগড়া হয়েছিল যে, কথা বলা বন্ধ করেছিলাম। পরে তার বাহুবলি দেখলাম। ওয়াও! আমি তার অর্জনের জন্য গর্বিত। আমি আশা করব সেও এমনটাই ভাববে।’

সম্প্রতি মুক্তি পেয়েছে কঙ্গনা অভিনীত সিনেমা ‘থালাইভি’। প্রয়াত অভিনেত্রী ও তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতাকে নিয়ে নির্মিত এই সিনেমা। এএল বিজয় পরিচালিত সিনেমাটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে। এই সিনেমায় জয়রাম জয়ললিতার অভিনেত্রী থেকে রাজনীতিবিদ হয়ে ওঠার গল্প তুলে ধরা হয়েছে। কঙ্গনা ছাড়াও এতে আরো অভিনয় করেছেন— অরভিন্দ স্বামী, প্রকাশ রাজ, মাধু ও ভাগ্যশ্রী।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়