ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

কী খান শাহরুখ-সালমান খান?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৩, ১৫ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৬:৩২, ১৫ সেপ্টেম্বর ২০২১
কী খান শাহরুখ-সালমান খান?

বলিউড অভিনেতা অনিল কাপুর। তবে এবার ভিন্ন রূপে দেখা গেলো তাকে। ডিসকভারি প্লাসের ‘স্টার ভার্সেস ফুড’ অনুষ্ঠানে রান্না করতে এসেছিলেন এই জনপ্রিয় তারকা।

অনুষ্ঠানে অনিলের সঙ্গে ছিলেন নির্মাতা-অভিনেতা আরবাজ খান, কোরিওগ্রাফার-পরিচালক ফারাহ খান, অভিনেতা সঞ্জয় কাপুরের স্ত্রী মাহিপ কাপুর। এতেই বলিউডের দুই সুপারস্টার শাহরুখ ও সালমান খানের পছন্দের খাবারের কথা জানালেন অনিল কাপুর।

এই অভিনেতা জানান, খাবারের ব্যাপারে ভীষণ সতর্ক থাকেন শাহরুখ খান। তবে তন্দুরি চিকেন খেতে পছন্দ করেন তিনি। বলিপাড়ায় শাহরুখের কাছের বন্ধু হিসেবে পরিচিত ফারাহ। অনিলের কথায় তিনিও সায় দেন।

আরো পড়ুন:

সালমানের বিষয়ে তিনি জানান, ‘দাবাং’ অভিনেতা সামনে যা পান, তাই খান। কোনো ডায়েট বা নিয়ম কানুন মানেন না তিনি। এই বিষয়ে অনিলের সঙ্গে সহমত পোষণ করেন সালমানের ভাই আরবাজ খান।

অন্যদিকে, অনিল কাপুরের খাবার সম্পর্কে গোপন তথ্য ফাঁস করেন তার ভাই সঞ্জয় কাপুরের স্ত্রী মাহিপ কাপুর। তিনি জানান, অনিলের স্ত্রী সুনীতা তাকে খেতেই দেন না। কড়া ডায়েটে রাখেন। আর অন্যের প্লেট থেকে খাবার খেয়েই জীবন কেটেছে অনিল কাপুরের।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়