ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

সালমানের পর এবার থামানো হলো কারিনাকে

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৪, ১৫ সেপ্টেম্বর ২০২১  
সালমানের পর এবার থামানো হলো কারিনাকে

জনপ্রিয় বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। স্বামী সাইফ আলী খান ও দুই সন্তানকে নিয়ে ছুটি কাটাতে যাচ্ছিলেন তিনি। কিন্তু বিমানবন্দর গেটে থামানো হলো তাকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, সাইফ ও তৈমুর খুব সহজেই বিমানবন্দর গেটে প্রবেশ করেন। কিন্তু কারিনা প্রবেশ করার সময় তাকে আটকান নিরাপত্তাকর্মী। পাসপোর্টসহ সকল কাগজ যাচাই করে তবেই তাকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়। পরে ফটোসাংবাদিকদের ক্যামেরায় পোজ দেন কারিনা ও সাইফ।

কিছুদিন আগে একই রকম ঘটনা বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে ঘটে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, ‘দাবাং’ অভিনেতা বিমানবন্দরে হাজির হতেই ফটো সাংবাদিকরা ভিড় জমাতে শুরু করেন। এই অভিনেতাও ক্যামেরায় সামনে পোজ দিচ্ছিলেন। এভাবে তিনি যখন বিমানবন্দরের মূল গেটে ঢুকতে যান তখনই নিরাপত্তাকর্মী তাকে আটকে দেন এবং নিয়ম মেনে তবেই যেতে পারবেন বলে জানান। পরবর্তী সময়ে সালমানের পথ আটকানো সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) সেই নিরাপত্তাকর্মী নেটিজেনদের ভূয়সী প্রশংসাও পান।

আরো পড়ুন:

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়