‘অমিতাভ রেজা সিনেমাটি না বানালেই বরং হুমায়ূন-পরিবার খুশি হবেন’
রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম
‘পেন্সিলে আঁকা পরী’ উপন্যাস অবলম্বনে সিনেমা তৈরি নিয়ে সৃষ্ট জটিলতা প্রসঙ্গে এবার মন্তব্য করলেন নির্মাতা ওয়াকিল আহমেদ। ‘ভুলো না আমায়’খ্যাত এই নির্মাতা মনে করেন ‘অমিতাভ রেজা সিনেমাটি না বানালেই বরং হুমায়ূন আহমেদের পরিবার খুশি হবেন।’
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘পেন্সিলে আঁকা পরী’ অবলম্বনে সিনেমা নির্মাণ করতে চেয়েছিলেন অমিতাভ রেজা চৌধুরী। এ সিনেমার জন্য অনুদানও পান তিনি। এরপর ট্রাস্টি বোর্ডের চূড়ান্ত অনুমোদন নিতে গেলে তারা নির্মাতাকে বেশ কিছু নতুন শর্ত দেন। এ প্রসঙ্গে নির্মাতা অমিতাভ রেজা গণমাধ্যমে বলেছেন, ‘আমি শর্তগুলোর বিরোধিতা করছি না। তবে সব শর্ত মেনে সিনেমাটি বানাতে গেলে সিনেমাটি আর হবে না। বরং স্যারের গল্পের অবমাননা করা হবে বলে আমি সিনেমাটি নির্মাণ না করার সিদ্ধান্ত নিয়েছি।’
একাধিক সূত্র বলছে, অমিতাভের এই সিনেমা না করতে পারার মূল কারণ হুমায়ূন আহমেদ ট্রাস্টি বোর্ডের বড় অঙ্কের অর্থনৈতিক শর্ত। সিনেমা নির্মাণের আগে তো বটেই, মুক্তির পরেও রেভিনিউ শেয়ার করার নানা শর্ত তারা দিয়েছেন বলে জানা গেছে।
এ প্রসঙ্গে ওয়াকিল আহমেদ বলেন, ‘কথাটা একটু অন্যরকম লাগলেও বলছি, অমিতাভ রেজা সিনেমাটি না বানালেই বরং হুমায়ূন আহমেদের পরিবার খুশি হবেন কিংবা কোনো রকম দুঃখবোধ করবেন না। তবে আমার এ রকম ভাবনা মিথ্যে হলেই আমি খুশি হবো। কারণ, হুমায়ূন আহমেদের পরিবারে একের অধিক পরিচালক রয়েছেন। তারা হয়তো সিনেমাটি বানাবেন।'
‘সাহিত্যনির্ভর সিনেমা এ দেশে কেন হয় না?’ উল্লেখ করে ওয়াকিল আহমেদ বলেন, ‘জহির রায়হানের লেখা নিয়ে কাজ করতে গেলে তার পরিবারের কাছ থেকেও প্রায় একই রকম অভিজ্ঞতা আপনি অর্জন করবেন। আমরা খুব বলি, সাহিত্য নিয়ে ছবি হয় না, ছবি করে না। কিন্তু কেউ করতে চাইলেও নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়।’
সাহিত্য নিয়ে যারা সিনেমা বানাতে চান তাদের পথ কীভাবে মসৃণ করা যায়, সুগম হয় এ বিষয়ে নতুন করে চিন্তা করা প্রয়োজন বলে মনে করেন তিনি।
‘পেন্সিলে আঁকা পরী' সিনেমার পর্দায় আঁকা হোক এবং সেটা অমিতাভ রেজাই আঁকুক। সাত আসমানের ও-পাড় থেকে যদি হুমায়ূন আহমেদ জানতে পারেন- পেন্সিলে আঁকা পরী সিনেমা হয়েছে তিনি খুশি হবেন।’ এমনটাই বিশ্বাস এই নির্মাতার।
উল্লেখ্য অমিতাভ রেজার অনুদানের টাকা ফেরত দেয়ার বিষয়টি আলোচিত হলে এ প্রসঙ্গে হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন গণমাধ্যমে জানান- তাদের পক্ষ থেকে কোনো শর্ত জুড়ে দেয়া হয়নি। কপিরাইট ভ্যালু চাওয়া হয়েছে। এই ভ্যালু অমিতাভ রেজার মনমতো হয়নি।
ঢাকা/তারা