ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

ডিভোর্স নিয়ে প্রশ্নে সামান্থার প্রতিক্রিয়া

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৯, ১৯ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৭:০৬, ১৯ সেপ্টেম্বর ২০২১
ডিভোর্স নিয়ে প্রশ্নে সামান্থার প্রতিক্রিয়া

ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। ভালোবেসে অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেন। কিন্তু অনেকদিন থেকে মিডিয়ায় এই জুটির ডিভোর্সের গুঞ্জন উড়ছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে অন্ধ্র প্রদেশের চিত্তর জেলায় অবস্থিত তিরুমালা বালাজি মন্দিরে গিয়েছিলেন সামান্থা। কড়া নিরাপত্তার মাঝে মন্দিরে প্রার্থনা শেষ করেন এই অভিনেত্রী। বের হওয়ার সময় এক সাংবাদিক তাকে ডিভোর্স নিয়ে প্রশ্ন করেন, যেটি শুনেই ভীষণ চটে যান সামান্থা। পাশাপাশি বলেন, ‘আপনার কি বুদ্ধি নেই, মন্দিরে এই ধরনের প্রশ্ন করছেন?’

সামাজিক যোগাযোগামাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে সামান্থার উত্তরটি সমর্থন করেছেন নেটিজেনরা। পাশাপাশি মন্দিরে গিয়ে এ ধরনের ব্যক্তিগত প্রশ্ন করায় মিডিয়ার সমালোচনা করেছেন তারা।

আরো পড়ুন:

২০১০ সালে তেলেগু ভাষার ‘ইয়ে মায়া চেসাভ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন নাগা চৈতন্য ও সামান্থা। সিনেমার সেটেই তাদের প্রথম পরিচয়। তারপরই প্রেমের সম্পর্কে জড়ান তারা। এরপর লুকিয়ে দীর্ঘদিন প্রেম করেন এই জুটি। ২০১৭ সালের ৬ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়