ঢাকা     রোববার   ০৩ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ১৯ ১৪৩১

তুলে নেয়া হলো মিশা-জায়েদের বয়কট

প্রকাশিত: ১৭:০৩, ১৯ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৭:১৬, ১৯ সেপ্টেম্বর ২০২১
তুলে নেয়া হলো মিশা-জায়েদের বয়কট

দ্বন্দ্বে জড়িয়ে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানকে বয়কট করেছিল চলচ্চিত্রের ১৮টি সংগঠন। মূলত চলচ্চিত্র প্রযোজক সমিতির নেতারা তাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। এবার সেই বয়কট তুলে নিয়ে এক হলো চলচ্চিত্রের ১৮ সংগঠন।

দীর্ঘ এক বছর পরে নিজের মধ্যে সমঝোতার জন্য আবেদন করে চলচ্চিত্র শিল্পী সমিতি। তার পরিপ্রেক্ষিতে চলচ্চিত্র পরিচালক সমিতি সবাইকে এক করার উদ্যোগ নেয়। অবশেষে চলচ্চিত্রের ১৮টি সংগঠনের মধ্যে ভুল–বোঝাবুঝি ও দ্বন্দ্বের অবসান ঘটল। তারা সবাই এখন চলচ্চিত্রের স্বার্থে এক হয়ে কাজ করতে চান।

গতকাল ১৮ সেপ্টেম্বর চলচ্চিত্র পরিচালক সমিতির অফিসে সব সংগঠনের নেতারা এই সিদ্ধান্তে ঐক‌্যমত পোষণ করেন। পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান বলেন, ‘আমাদের মধ্যে কিছু ভেদাভেদ ছিল। আমরা সবাই বসে মিলিত হয়ে গেছি। এক জোট হয়ে এখন ইন্ডাস্ট্রির উন্নয়নের জন্য কাজ করতে চাই। আমাদের ১৮টি সংগঠনের প্রায় সবাই চাইছেন চলচ্চিত্রকে এগিয়ে নিতে। কিন্তু নিজেদের মধ্যে বিরোধ থাকলে কখনোই এটা সম্ভব নয়।’

আরো পড়ুন:

করোনায় চলচ্চিত্রের ক্ষতি পুষিয়ে উঠতেই তারা ঐক্যবদ্ধ হন বলে জানান পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘যারা আমাদের বিরুদ্ধে ছিলেন, তারা সবাই মিলে বসেছিলাম। আমার ও মিশা ভাইয়ের ওপর বর্জন উঠিয়ে নিয়েছেন। হাতেগোনা চার–পাঁচজন সংগঠনগুলোর মধ্যে ইচ্ছা করে দূরত্ব তৈরি করে রেখেছিলেন। আমরা সবাই মিলে উদ্যোগ নিয়েছি, এখন আর আমাদের মধ্যে কোনো দূরত্ব, ভুল–বোঝাবুঝি নেই। এখন সবাই এক লক্ষ্যে কাজ করব। এই ঐক্য আমরা বজায় রাখব।’

চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী সমিতিসহ ১৮ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সভায় উপস্থিত ছিলেন। এক হতে চান কি না, এমন প্রশ্নে উপস্থিত সবাই হাত উঠিয়ে সায় দেন। সভায় উপস্থিত ছিলেন জাকির হোসেন রাজু, ডিপজল, শাহীন সুমন, মাসুম বাবুল, রুবেল প্রমুখ।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়