ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

কারামুক্ত শিল্পার স্বামী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩২, ২১ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৩:৩৬, ২১ সেপ্টেম্বর ২০২১
কারামুক্ত শিল্পার স্বামী

অবশেষে কারামুক্ত হলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় ১১.৩০ মিনিটে মুম্বাইয়ের আর্থার রোড কারাগার থেকে বের হয়েছেন রাজ। এই সময় তাকে ঘিরে ধরেন মিডিয়াকর্মীরা। তবে কোনো কথা বলেননি তিনি। ভিড় ঠেলে গাড়িতে ওঠেন।

গত ১৯ জুলাই গ্রেপ্তার হন রাজ কুন্দ্রা। তার বিরুদ্ধে অভিযোগ— তিনি পর্নো তৈরি করে তা বিভিন্ন অ্যাপে প্রচার করতেন। ভারতীয় দণ্ডবিধি এবং তথ্য প্রযুক্তি আইনের ৪২০ (প্রতারণা), ৩৪, ২৯২ ও ২৯৩ (অশ্লীল ছবি ও অশালীন বিজ্ঞাপন তৈরি এবং তা প্রচার) ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়।

আরো পড়ুন:

গত ১৫ সেপ্টেম্বর মুম্বাই ম্যাজিস্ট্রেট কোর্টে রাজের বিরুদ্ধে ১৫০০ পাতার সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে মুম্বাই পুলিশ। এরপর শনিবার মহারাষ্ট্র আদালতে জামিন আবেদন করেন রাজ। তার আইনজীবীর দাবি, এই মামলায় পুলিশের কাছে রাজের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। তাকে ফাঁসানো হচ্ছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) ৫০ হাজার রুপি ব্যক্তিগত বন্ডে জামিন পান রাজ। তার পাশাপাশি জামিন পান রাজের আইটি কোম্পানির প্রধান রায়ান থর্প।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়