ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

কিয়ারার সঙ্গে বিয়ের গুঞ্জনে যা বললেন সিদ্ধার্থ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৭, ২১ সেপ্টেম্বর ২০২১  
কিয়ারার সঙ্গে বিয়ের গুঞ্জনে যা বললেন সিদ্ধার্থ

বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। ব্যক্তিগত জীবনে তার সঙ্গে অভিনেত্রী কিয়ারা আদভানির প্রেমের গুঞ্জন চাউর হয়েছে। প্রায়ই একসঙ্গে দেখা যায় তাদের।

শোনা যাচ্ছে, খুব শিগগির বিয়ের পিঁড়িতে বসবেন তারা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্ন করা হয় সিদ্ধার্থ মালহোত্রাকে। এই অভিনেতা বলেন, ‘আমি জানি না। আমি কোনো জ্যোতিষী বা এ ধরনের কিছু নই। আমি জানি না। যখন এমন কিছু ঘটবে সবাইকে জানাবো।’

কবে নাগাদ বিয়ের পিঁড়িতে বসবেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমি জানি না। কোনো নির্দিষ্ট টাইমলাইন নেই। সঠিক সময়েই সবকিছু হবে। আগেও না পরেও না।’

আরো পড়ুন:

সিদ্ধার্থ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শেরশাহ’। সিনেমাটি মুক্তির পর থেকে দর্শক-সমালোচকদের প্রশংসায় ভাসছেন এই অভিনেতা। কারগিল যুদ্ধের নায়ক ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবনী নিয়ে তৈরি হয়েছে ‘শেরাশাহ’। এতে বিক্রম বাত্রার পরিশ্রম, বীরত্ব, সাহস এবং দেশপ্রেমের গল্পই ফুটিয়ে তোলা হয়েছে। সিনেমাটিতে সিদ্ধার্থের প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন কিয়ারা আদভানি।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়