ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

অন্তঃসত্ত্বা কাজলের পরিবর্তে জ্যাকলিন?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৯, ২৪ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ০২:২৭, ২৫ সেপ্টেম্বর ২০২১
অন্তঃসত্ত্বা কাজলের পরিবর্তে জ্যাকলিন?

জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। গত বছর অক্টোবরে প্রেমিক গৌতম কিচলুকে বিয়ে করেন। শোনা যাচ্ছে, মা হতে চলেছেন এই অভিনেত্রী।

এদিকে নাগার্জুনা আক্কিনেনি অভিনীত ‘দ্য গোস্ট’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন কাজল। কিন্তু অন্তঃসত্ত্বা হওয়ার কারণে তেলেগু ভাষার এই সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। এখন এই চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে চলছে জল্পনা।

জানা গেছে, কাজলের পরিবর্তে এই সিনেমায় অভিনয় করবেন জ্যাকলিন ফার্নান্দেজ। সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র বলেন, ‘নির্মাতারা ইতোমধ্যে জ্যাকলিনের সঙ্গে যোগাযোগ করেছেন। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।’

আরো পড়ুন:

যদিও এর আগে কাজলের পরিবর্তে ‘দ্য গোস্ট’ সিনেমায় ইলিয়েনা ডিক্রুজ ও তৃষা কৃষ্ণানের অভিনয়ের কথাও শোনা গেছে। তবে প্রবীণ সাত্তারু পরিচালিত সিনেমাটিতে শেষ পর্যন্ত তাকে দেখা যাবে তার অপেক্ষায় দর্শক।

গত আগস্টে ‘দ্য গোস্ট’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করেন নির্মাতারা। এতে দেখা যায়, নাগার্জুনার হাতে একটি রক্তমাখা তলোয়ার। এই অভিনেতার পরনে হুডি এবং তার সামনে সবাই মাথা নত করে আছে। পোস্টারটি নাগার্জুনা ভক্তদের মধ্যে বেশ কৌতূহল জাগিয়েছে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়