ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

কত আয় করলো নাগা-সাই পল্লবীর ‘লাভ স্টোরি’?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৭, ২৬ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৩:১৬, ২৬ সেপ্টেম্বর ২০২১
কত আয় করলো নাগা-সাই পল্লবীর ‘লাভ স্টোরি’?

নাগা চৈতন্য ও সাই পল্লবী জুটির সিনেমা ‘লাভ স্টোরি’। মুক্তির আগেই সাড়া ফেলেছিল সিনেমাটি। বক্স অফিসেও বাজিমাত করছে এটি।

গত ২৪ সেপ্টেম্বর মুক্তি পায় ‘লাভ স্টোরি’। এতে নাগা চৈতন্য ও সাই পল্লবীর রসায়ন দর্শকদের মুদ্ধ করেছে। পাশাপাশি অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা বক্স অফিসে প্রথম দিনে সিনেমাটি আয় করেছে ৬.৯৪ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী আয় ৯.৬৬ কোটি রুপি। দ্বিতীয় দিনে অর্থাৎ শনিবার তেলেগু অঞ্চলে এটি আয় করেছে ৪-৫ কোটি রুপি।

এদিকে দর্শক-সমালোচকের কাছে বেশ প্রশংসা পাচ্ছে নাগা-সাই পল্লবীর ‘লাভ স্টোরি’। এছাড়া সামনে কোনো বড় সিনেমাও নেই। তাই আগামী দিনগুলোতে সিনেমাটির আয় আরো বাড়বে বলে আশা করছেন বক্স অফিস বিশ্লেষকরা।

আরো পড়ুন:

মধ‌্যবিত্ত পরিবারের একজন যুবককে চাকরি পেতে যে সমস‌্যার মধ‌্য দিয়ে যেতে হয় তা নিয়েই গড়ে উঠেছে ‘লাভ স্টোরি’ সিনেমার গল্প। নাগা চৈতন‌্য ও সাই পল্লবী চাকরির জন‌্য অনেক সংগ্রাম করে এবং তারা ভালোবাসার বন্ধনে জড়ায়। এভাবেই এগোতে থাকে গল্প।

‘লাভ স্টোরি’ পরিচালনা করেছেন শেখর কামুলা। অ্যামিগোস ক্রিয়েশন্স এবং শ্রী ভেঙ্কটেশ্বরা সিনেমাসের ব্যানারে এটি প্রযোজনা করেছেন নারায়ণ দাশ কে নারাঙ্গ এবং পুসকার মোহন রাও। নাগা-সাই পল্লবী ছাড়াও সিনেমাটির বিভিন্ন গুরত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন— রাজিব কানাকালা, উত্তজ, দেবযানী, রাও রমেশ, পোসানি কৃষ্ণা মুরালি, ঈশ্বরী রাও ও সত্যম রাজেশ প্রমুখ।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়