ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৪ ১৪৩১

কারিনার জন্য বিরিয়ানি পাঠালেন প্রভাস

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৭, ২৬ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৫:৪৭, ২৬ সেপ্টেম্বর ২০২১
কারিনার জন্য বিরিয়ানি পাঠালেন প্রভাস

জনপ্রিয় বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। ‘বাহুবলি’ সিনেমাখ্যাত অভিনেতা প্রভাসের পাঠানো বিরিয়ানি পেয়ে ভীষণ উচ্ছ্বসিত তিনি।

শনিবার (২৫ সেপ্টেম্বর) ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম স্টোরিতে নৈশভোজের খাবারের ছবি পোস্ট করেছেন কারিনা। ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন, ‘যখন বাহুবলি আপনাকে বিরিয়ানি পাঠায়, এটা অসাধারণ। প্রভাস এই খাবারটার জন্য অনেক ধন্যবাদ।’

প্রভাসের সঙ্গে ‘আদিপুরুষ’ সিনেমায় অভিনয় করছেন কারিনার স্বামী সাইফ আলী খান। ‘রামায়ণ’ অবলম্বনে নির্মিত হচ্ছে এটি। এই সিনেমায় রাম চরিত্রে অভিনয় করবেন প্রভাস। রাবণ চরিত্রে পর্দায় হাজির হবেন সাইফ আলী খান। এতে সীতা চরিত্রে দেখা যাবে কৃতি স্যাননকে। এছাড়া ‘সোনু কে টিটু কি সুইটি’ সিনেমাখ্যাত সানি সিং থাকছেন লক্ষ্মণ চরিত্রে। শোনা যাচ্ছে, কিচা সুদীপকে বিভীষণ চরিত্রে দেখা যাবে।

আরো পড়ুন:

সিনেমাটি প্রযোজনা করছে টি-সিরিজ। গত জানুয়ারিতে সিনেমার শুটিং শুরু হয়। কিন্তু শুরুতেই দুর্ঘটনার কবলে পড়ে এটি। সিনেমার সেটে আগুন লাগে। ২০২২ সালের ১১ আগস্ট সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

ঢাকা/মারুফ


সর্বশেষ

পাঠকপ্রিয়