বিয়ের ভেন্যু ঘুরে দেখলেন রণবীর-আলিয়া?
বলিউডের অন্যতম আলোচিত জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। অনেকদিন থেকেই বলিপাড়ায় তাদের প্রেমের গুঞ্জন উড়ছে। শোনা যাচ্ছে, বিয়ের প্রস্তুতি নিচ্ছেন তারা।
ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সম্প্রতি ভারতের যোধপুরে গিয়েছেন রণবীর-আলিয়া। বিয়ের ভেন্যু বাছাইয়ের জন্যই নাকি গিয়েছেন এই জুটি। যোধপুরের উমাইদ ভবন প্যালেসে বিয়ের পরিকল্পনা করছেন তারা।
এদিকে আলিয়ার সঙ্গে বিয়ে নিয়ে রণবীর কাপুর এর আগে জানান, করোনা মহামারি শুরু না হলে এতদিন আলিয়ার সঙ্গে তার বিয়ে হয়ে যেত। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি অন্য কিছু বলে অমঙ্গল ডেকে আনতে চাই না। আমি এই বিষয়টিতে টিক দিয়ে রেখেছি এবং খুব শিগগির বাস্তবায়ন করতে চাই।’
রণবীর ও আলিয়ার হাতে বর্তমানে একাধিক সিনেমার কাজ রয়েছে। সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’, এস এস রাজামৌলির ‘ট্রিপল আর’ সিনেমার শুটিং শেষ করেছেন আলিয়া। অন্যদিকে, প্রথমবারের মতো ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় প্রেমিকা আলিয়ার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন রণবীর। পাশাপাশি ‘শমশেরা’ সিনেমায় দেখা যাবে তাকে। লাভ রঞ্জনের একটি সিনেমাতেও অভিনয় করছেন তিনি।
ঢাকা/মারুফ