ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

ঐশ্বরিয়ার রোল মডেল সামান্থা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৩, ২৮ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৮:০৫, ২৮ সেপ্টেম্বর ২০২১
ঐশ্বরিয়ার রোল মডেল সামান্থা

ঐশ্বরিয়া রাজেশ ও সামান্থা আক্কিনেনি

ভারতীয় দক্ষিণী সিনেমার অভিনেত্রী ঐশ্বরিয়া রাজেশ। অভিনয় দক্ষতা দিয়ে অল্প সময়ে রুপালি জগতে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। এই অভিনেত্রী জানান, অভিনেত্রী সামান্থা আক্কিনেনিকে রোল মডেল মনে করেন তিনি।

বর্তমানে তার পরবর্তী সিনেমা ‘রিপাবলিক’-এর প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন ঐশ্বরিয়া রাজেশ। এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘সামান্থাকে আমার রোল মডেল মনে করি। তার অভিনয় আমার খুবই পছন্দ।’

সাধারণত সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় তাকে। এই অভিনেত্রী জানান, বাণিজ্যিকের পাশাপাশি কনটেন্ট নির্ভর সিনেমাও নিয়মিত করে যেতে চান তিনি।

আরো পড়ুন:

ঐশ্বরিয়া রাজেশ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ট্যাক জগদীশ’। এতেও এই অভিনেত্রীর অভিনয় দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি তামিল ভাষার কয়েকটি সিনেমায় অভিনয় করছেন তিনি।

এদিকে ‘পলিটিক্যাল-থ্রিলার’ ঘরানার সিনেমা ‘রিপাবলিক’। এটি পরিচালনা করেছেন দেবা কাট্টা। ঐশ্বরিয়া রাজেশ ছাড়াও সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে আছেন— সাই ধরম তেজ, জগপতি বাবু, রামায়া কৃষ্ণা প্রমুখ। ১ অক্টোবর সিনেমাটির মুক্তির কথা রয়েছে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়