ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

মুম্বাই পাড়ি দিচ্ছেন সামান্থা?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৯, ২৯ সেপ্টেম্বর ২০২১  
মুম্বাই পাড়ি দিচ্ছেন সামান্থা?

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। তামিল ও তেলেগু সিনেমায় বেশি দেখা যায় তাকে।

‘দ্য ফ্যামিলি ম্যান-টু’—তে সামান্থা সর্বশেষ অভিনয় করেছেন। হিন্দি ভাষার এই ওয়েব সিরিজটি দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছে। এরপর থেকেই গুঞ্জন উঠেছে, এখন নিয়মিত হিন্দি প্রজেক্টে কাজ করতে চাইছেন তিনি। এজন্য মুম্বাইয়ে বাড়ি নিয়েছেন। পাশাপাশি তার বিচ্ছেদেরও গুঞ্জন চাউর হয়েছে। সবমিলিয়ে কানাঘুষা শুরু হয়েছে, মুম্বাই পাড়ি দিচ্ছেন এই অভিনেত্রী।

যদিও এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন সামান্থা। তিনি বলেন, ‘আমি জানি না কোথা থেকে এসব গুজব ছড়াচ্ছে। অন্য গুঞ্জনগুলোর মতো এটিও মিথ্যা। হায়দরাবাদ আমার বাড়ি এবং এটিই আবার বাড়ি থাকবে। হায়দরাবাদ আমাকে অনেক কিছু দিয়েছে। এখানেই সুখে শান্তিতে থাকতে চাই।’

আরো পড়ুন:

বর্তমানে সামান্থার ঝুলিতে একাধিক সিনেমার কাজ রয়েছে। মিথোলোজি ঘরানার ‘শকুন্তলাম’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। সংস্কৃত ভাষার ‘অভিযানা শকুন্তলাম’ নাটক অবলম্বনে সিনেমাটি তৈরি হচ্ছে। রাজা দুষ্মন্ত ও শকুন্তলার প্রেম কাহিনি এতে তুলে ধরা হবে। সিনেমাটি পরিচালনা করছেন গুণাশেখর।

এছাড়া ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমার কাজও শেষ করেছেন এই নায়িকা। সিনেমাটি পরিচালনা করছেন বিগনেশ শিবান।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়