ঢাকা     শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১ ১৪৩১

‘বিগ বস’র জন্য রিয়াকে মোটা অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪২, ২৯ সেপ্টেম্বর ২০২১  
‘বিগ বস’র জন্য রিয়াকে মোটা অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব

বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। ব্যক্তিগত জীবনে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। এই অভিনেতার মৃত্যুর পর অনেক আলোচনা-সমালোচনার মুখে পড়েন রিয়া।

আলোচিত রিয়াকে ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ে পেতে মোটা অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব দেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ‘জালেবি’ সিনেমাখ্যাত এই অভিনেত্রীকে ৩৫ লাখ রুপির প্রস্তাব দিয়েছে ‘বিগ বস’ কর্তৃপক্ষ। এই হিসাব অনুযায়ী, প্রতি সপ্তাহে এই অভিনেত্রী পাবেন ৫ লাখ রুপি। যদিও রিয়া বিতর্কিত এই রিয়েলিটি শোয়ে অংশ নেবেন কিনা তা এখনো নিশ্চিত জানা যায়নি।

গত বছর ১৪ জুন সুশান্তের মৃত্যুর পর এর পেছনে কারণ খুঁজতে তদন্ত শুরু করে মুম্বাই পুলিশ। পাশাপাশি এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট (ইডি) ও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) সংশ্লিষ্ট বিষয়ে খতিয়ে দেখতে শুরু করে। এরপর সুশান্তের মাদক সেবনের বিষয়টি প্রকাশ্যে আসে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

আরো পড়ুন:

একই বছর ২৬ আগস্ট রিয়া ও তার ভাই সৌভিক চক্রবর্তীসহ কয়েকজনের বিরুদ্ধে নারকোটিক্স ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স আইন, ১৯৮৫ অনুযায়ী ২০, ২২, ২৭, ২৯ ধারায় দিল্লিতে মামলা দায়ের হয়। পরে টানা তিনদিন জিজ্ঞাসাবাদের পর গত বছর ৮ সেপ্টেম্বর রিয়াকে গ্রেপ্তার করে এনসিবি। তার বিরুদ্ধে মাদক ব্যবহার ও সংগ্রহের বিষয়ে প্রমাণ পাওয়া গেছে বলে জানানো হয়। এনসিবির রিমান্ড কপিতে উল্লেখ করা হয়, সুশান্তকে মাদক সরবরাহের বিষয়টি স্বীকার করেছেন রিয়া। এরপর তাকে আদালতে হাজির করা হয়। আদালত তাকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। সেই বছর ২৯ সেপ্টেম্বর বোম্বে উচ্চ আদালতে জামিন আবেদন করেন রিয়া। ২০২০ সালের ৭ অক্টোবর তার জামিন মঞ্জুর করেন আদালত। বর্তমানে জামিনে মুক্ত আছেন এই অভিনেত্রী।

প্রসঙ্গত, আগামী ২ অক্টোবর থেকে শুরু হচ্ছে ‘বিগ বস’। এবারের থিম ‘জঙ্গল’। মূল পর্বে প্রবেশের আগে জঙ্গলে থাকতে হবে প্রতিযোগীদের। এজন্য বিভিন্ন স্থানে ২৫০টি ক্যামেরা সেট করা হয়েছে। এই ক্যামেরাগুলো ৩৬০ ডিগ্রি ঘুরে কাভারেজ দিতে পারবে। এগুলো নিয়ন্ত্রণের জন্য থাকবে জয়স্টিকস।

ইতোমধ্যে প্রতিযোগী হিসেবে চূড়ান্ত হয়েছেন— শমিতা শেঠি, ডোনাল বিস্ট, প্রতীক সেহাকপাল, উমর রিয়াজ, আফসানা খান এবং নিশান্ত ভাট। এছাড়া রোনিত রয়, করন কুন্দ্রা, টিনা দত্ত, রিম শেখ, নেহা মার্দা প্রমুখ এই শোয়ে যোগ দিতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়