ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

এখনই বিয়ের পিঁড়িতে বসছেন না রণবীর-আলিয়া!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৪, ৩০ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১২:১৩, ৩০ সেপ্টেম্বর ২০২১
এখনই বিয়ের পিঁড়িতে বসছেন না রণবীর-আলিয়া!

বলিউডের অন্যতম আলোচিত জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। অনেকদিন ধরেই তাদের বিয়ের গুঞ্জন বলিপাড়ায় উড়ছে। তবে এখন তাদের বিয়ে হচ্ছে না বলে জানা গেছে।

এই জুটির ঘনিষ্ঠ এক বন্ধু ভারতীয় সংবাদমাধ্যমে বলেন, ‘আমরা যতটুকু জানি, এখনই বিয়ের কোনো পরিকল্পনা নেই। অবশ্যই তারা একে অপরের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ। এক সময় গিয়ে তারা বিয়েও করবে।’

এর আগে শোনা যায়, রণবীরের বাবা ঋষি কাপুর মারা যাওয়ায় তাদের বিয়ে পিছিয়েছে। এখন এই জুটির ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি মুক্তির পরই বিয়ে করবেন তারা। তাদের ঘনিষ্ঠ বন্ধু এ প্রসঙ্গে বলেন, ‘তারা যদি ব্রহ্মাস্ত্র সিনেমার জন্য দেরি করতে চায় তাহলে তাদের অবশ্যই অপেক্ষা করতে হবে। কারণ সিনেমাটি শেষ হতে এখনো দেরি আছে।’

আরো পড়ুন:

এদিকে সম্প্রতি গুঞ্জন ওঠে, ভারতের যোধপুরে বিয়ের ভেন্যু দেখতে গিয়েছিলেন রণবীর-আলিয়া। চলতি বছরেই বিয়ে করতে চান তারা। তবে বিয়ে নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি এই জুটি।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়