ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

গুঞ্জন উড়ালেন সাইফ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৪, ৩০ সেপ্টেম্বর ২০২১  
গুঞ্জন উড়ালেন সাইফ

জনপ্রিয় বলিউড অভিনেতা সাইফ আলী খান। বলিউডের দর্শকপ্রিয় ‘রেস’ ফ্র্যাঞ্চাইজির প্রথম দুই সিনেমাতে অভিনয় করেছেন তিনি। কিন্তু ‘রেস-থ্রি’ থেকে বাদ পড়েন এই অভিনেতা।

এদিকে গুঞ্জন চাউর হয়েছে ‘রেস’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী কিস্তি অর্থাৎ ‘রেস-ফোর’ সিনেমায় দেখা যেতে পারে সাইফকে। প্রযোজক রমেশ তাওরানি এ অভিনেতাকে আবারো ফ্র্যাঞ্চাইজিতে ফেরাতে চাইছেন। ইতোমধ্যে এ বিষয়ে যোগাযোগও শুরু করেছেন তিনি। এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

এ প্রসঙ্গে সাইফ আলী খান বলেন, ‘সৃষ্টিকর্তাই ভালো জানেন। এসব নিয়ে চিন্তা বাদ দিয়েছি। আমার মতে, রেস সিক্যুয়েল নিয়ে এখন যা হবে সবই খুব কঠিন কাজ। রমেশজিকে প্রশ্ন করতে হবে যে, তিনি এটি নিয়ে ভিন্ন কোনো পরিকল্পনা করছেন কিনা। রেস-ফোর তৈরি হচ্ছে কিনা জানি না। আমাদের চিত্রনাট্য দেখতে হবে। তবে, কেউ আমাকে রেস সিনেমার জন্য প্রস্তাব দেয়নি। এই বিষয়ে রমেশজি ভালো বলতে পারবেন।’

আরো পড়ুন:

২০০৮ সালে মুক্তি পায় এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘রেস’। এতে অভিনয় করেন সাইফ আলী খান, অক্ষয় খান্না, বিপাশা বসু, ক্যাটরিনা কাইফ, অনিল কাপুর প্রমুখ। এরপর ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘রেস-টু’ সিনেমায় অভিনয় করেন-সাইফ আলী খান, জন আব্রাহাম, দীপিকা পাড়ুকোন, জ্যাকলিন ফার্নান্দেজ, অনিল কাপুর, আমিশা প্যাটেল। সিনেমা দু’টি পরিচালনা করেন নির্মাতা জুটি আব্বাস-মাস্তান।

২০১৮ সালে মুক্তি পায় ‘রেস-থ্রি’। এই ফ্র্যাঞ্চাইজির সিনেমায় প্রথম অভিনয় করেন সালমান খান। এতে আরো অভিনয় করেছেন অনিল কাপুর, ববি দেওল, জ্যাকলিন ফার্নান্দেজ, ডেইজি শাহ প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেন কোরিওগ্রাফার-নির্মাতা রেমো ডিসুজা।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়