ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

আটকের পর গ্রেপ্তার শাহরুখ পুত্র

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৮, ৩ অক্টোবর ২০২১   আপডেট: ১৭:৫৮, ৩ অক্টোবর ২০২১
আটকের পর গ্রেপ্তার শাহরুখ পুত্র

মাদকের পার্টি থেকে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে আটক করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর মাদক সেবনের কথা স্বীকার করেন আরিয়ান খান। সর্বশেষ রোববার (৩ অক্টোবর) তাকে গ্রেপ্তার দেখায় এনসিবি।

টাইমস নাউ এক প্রতিবেদনে জানিয়েছে, এনডিপিএস অ‌্যাক্টের ২৭ ধারায় গ্রেপ্তার করা হয়েছে আরিয়ানকে। গ্রেপ্তারের পরপরই মেডিক‌্যাল পরীক্ষার জন‌্য তাকে জেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শনিবার (২ অক্টোবর) রাতে মুম্বাই থেকে ভারতের পর্যটন নগরী গোয়ার উদ্দেশ্যে রওনা হওয়া একটি প্রমোদতরী থেকে আরিয়ানসহ আটজনকে আটক করে এনসিবি। রেভ পার্টিতে মাদক সেবনের দায়ে তাদের আটক করা হয়। দীর্ঘ সময় জেরার পর আরিয়ান স্বীকার করেন, প্রমোদতরীর মাদক পার্টিতে তিনিও মাদক নিয়েছেন।

আরো পড়ুন:

আরিয়ান অনুশোচনা প্রকাশ করে জানান, মাদক সেবন করে তিনি ভুল করেছেন। এর আগে কখনো এমন কিছু করেননি তিনি।

এদিকে ছেলেকে ছাড়াতে প্রসিদ্ধ আইনজীবী সতীশ মানশিণ্ডেকে নিয়োগ করেছেন শাহরুখ। ইতোমধ্যে আইনজীবীর প্রতিনিধিরা এনসিবি-এর দপ্তরে পৌঁছেছেন।

এনসিবি সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা আরো জানিয়েছে, শাহরুখ-পুত্রের হোয়াটসঅ্যাপ চ্যাট খতিয়ে দেখা হচ্ছে। তিনি কাদের সঙ্গে কথা বলতেন, যোগাযোগ রাখতেন—সবকিছুই এখন পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনো মাদকচক্রের সঙ্গে তিনি যুক্ত কিনা সেটিও তদন্ত করা হচ্ছে।

শনিবার রাতে কোর্ডেলিয়া নামের প্রমোদতরীটি মুম্বাই থেকে গোয়ার উদ্দেশ্যে রওনা হয়। মাঝ সমুদ্রে যাওয়ার পর পার্টি শুরু হয়। এরপর এনসিবি কর্মকর্তারা অভিযান চালিয়ে বুঝতে পারেন সেখানে মাদক পার্টি চলছে। এই প্রমোদতরী থেকে কোকেইন, হাশিশ, এমডি-এর মতো মাদক পাওয়া গেছে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়