ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

কোমর দোলাতে মোটা অঙ্কের পারিশ্রমিক চাইছেন নোরা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৬, ৬ অক্টোবর ২০২১   আপডেট: ১২:১৯, ৬ অক্টোবর ২০২১
কোমর দোলাতে মোটা অঙ্কের পারিশ্রমিক চাইছেন নোরা

ভারতের তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। তার পরবর্তী সিনেমা ‘পুষ্পা’। এই সিনেমায় কোমর দোলাতে মোটা অঙ্কের পারিশ্রমিক দাবি করেছেন নোরা।

আগামী ১৭ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘পুষ্পা: দ্য রাইজ’। ইতোমধ্যে নানাভাবে সিনেমাটির প্রচার শুরু করেছেন পরিচালক সুকুমার। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সিনেমার একটি বিশেষ গানের জন্য নোরা ফাতেহিকে প্রস্তাব দিয়েছেন তিনি। কিন্তু এজন্য নোরা ২ কোটি রুপি চাইছেন।

যদিও নোরাকে গানটিতে শেষ পর্যন্ত দেখা যাবে কিনা এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি। তবে শোনা যাচ্ছে, এত মোটা অঙ্কের পারিশ্রমিক নোরাকে দিতে রাজি নন নির্মাতারা।

আরো পড়ুন:

‘দিলবার’, ‘সাকি সাকি’, ‘গারমি’সহ বেশ কিছু গানে কোমর দুলিয়ে দর্শক মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী-নৃত্যশিল্পী নোরা ফাতেহি। বলিউডের পাশাপাশি তেলেগু, মালায়ালাম, তামিল ভাষার সিনেমায় দেখা গেছে তাকে।

এদিকে ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমাটিতে আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করছেন রাশমিকা মান্দানা। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ফাহাদ ফাসিল। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন দেবী শ্রী প্রসাদ।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়