ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

ছেলের চিন্তায় খাওয়া ঘুম নেই শাহরুখের

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৯, ৯ অক্টোবর ২০২১   আপডেট: ১৬:৩৪, ৯ অক্টোবর ২০২১
ছেলের চিন্তায় খাওয়া ঘুম নেই শাহরুখের

বলিউড সুপারস্টার শাহরুখ খান। ছেলের চিন্তায় ঘুম ও খাওয়া বন্ধ হয়ে গেছে তার।

সম্প্রতি মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন শাহরুখের বড় ছেলে আরিয়ান খান। আদালতে তার জামিন আবেদন নামঞ্জুর হয়েছে। বর্তমানে মুম্বাইয়ের আর্থার রোডের কারাগারে আছেন শাহরুখ পুত্র।

একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় এক সংবাদমাধ্যম জানিয়েছে, বাহ্যিকভাবে শান্ত দেখালেও ভেতর ভেতর একবারে ভেঙে পড়েছেন শাহরুখ। এমনিতেই খুব কম সময় ঘুমান এই অভিনেতা। আরিয়ান গ্রেপ্তারের পর সেটিও কমে গেছে। এছাড়া ঠিকমতো খাওয়া দাওয়াও করছেন না তিনি।’

আরো পড়ুন:

শাহরুখের সঙ্গে সিনেমায় করেছেন এক পরিচালক সংবাদমাধ্যমটিতে বলেন, ‘কিং খান কি? দিন শেষে তিনিও ভেঙে পড়া অসহায় একজন বাবা।’

জানা গেছে, গ্রেপ্তারের পর এখন পর্যন্ত ছেলের সঙ্গে মাত্র দুই মিনিট কথা বলেছেন শাহরুখ, সেটিও গ্রেপ্তারের দিনে। ছেলের সঙ্গে দেখা করার জন্য তাকে বিশেষ অনুমতি নিতে হচ্ছে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়