ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৪ ১৪৩১

পূজার সাজ-পোশাক নিয়ে বিতর্কে নুসরাত

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৬, ১৫ অক্টোবর ২০২১   আপডেট: ১৪:০৯, ১৫ অক্টোবর ২০২১
পূজার সাজ-পোশাক নিয়ে বিতর্কে নুসরাত

এসব ছবি পোস্ট করেছেন নুসরাত

সমালোচনা ও বিতর্কের অপর নাম টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। তার এক ঘটনা শেষ না হতেই আরেক ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় সমালোচনা। এবার যশের সঙ্গে দুর্গাপূজায় হাজির হয়ে বিতর্কে জড়ালেন তৃণমূলের এই সাংসদ।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ছিল নবমী। এদিন শাড়ির সঙ্গে মানানসই গহনা পরেছিলেন নুসরাত। দুই ভ্রুরুর মাঝে শোভা পাচ্ছিল লাল রঙের টিপ। এসব ছাড়াও লাস‌্যময়ী নুসরাতের হাতে পরা শাঁখা-পলা নজর কেড়েছে সবার।

এমন সাজের বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন নুসরাত। নেটিজেনদের একাংশ নুসরাতের রূপের প্রশংসা করছেন। কিন্তু আরেক অংশ প্রশ্ন তুলেছেন তার ধর্ম নিয়ে। মুসলিম হয়েও কেন শাঁখা-পলা পরেছেন—তা নিয়ে চিন্তার যেন শেষ নেই তাদের! আর নিয়েই চলছে সমালোচনা।

আরো পড়ুন:

নুসরাত মানুষের কথায় খুব একটা কান দেন না, বহুবার তার প্রমাণ দিয়েছেন। বরাবরের মতো এবারো নিশ্চুপ, এই বিতর্ক বা সমালোচনা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন এই নায়িকা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়