ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

কারামুক্ত হয়ে যা করতে চান শাহরুখ পুত্র

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৪, ১৭ অক্টোবর ২০২১   আপডেট: ০৯:৪৯, ১৭ অক্টোবর ২০২১
কারামুক্ত হয়ে যা করতে চান শাহরুখ পুত্র

বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। মাদক মামলায় গ্রেপ্তার হয়ে তিনি এখন কারাগারে।

এদিকে গ্রেপ্তারের পর থেকে আরিয়ানকে নিয়ে অনেকেই সমালোচনা করছেন। বাবার সম্মান ছেলে নষ্ট করেছেন বলেও অভিযোগ অনেকের। শাহরুখের করা বিজ্ঞাপনেও এর প্রভাব পড়েছে। তবে কারামুক্ত হয়ে নিজের ভুল শুধরাতে চান আরিয়ান।

সূত্রের বরাত দিয়ে জি ২৪ ঘণ্টা জানিয়েছে, শাহরুখ পুত্র নিজের ভুল স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, কারামুক্ত হয়ে স্বাভাবিক জীবনে সমাজের দুস্থ মানুষের জন্য কাজ করবেন। পিছিয়ে পড়া মানুষদের মূলস্রোতে ফেরানোর চেষ্টা করবেন। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) মুম্বাই ইউনিটের ডিরেক্টর সমীর ওয়াংখেড়েকে আরিয়ান কথা দিয়েছেন, একদিন গর্ব করার মতো কাজ করবেন তিনি।

আরো পড়ুন:

গত ২ অক্টোবর রাতে মুম্বাই থেকে ভারতের পর্যটন নগরী গোয়াগামী বিলাসবহুল প্রমোদতরী থেকে আরিয়ানসহ আটজনকে আটক করে এনসিবি। কয়েক ঘণ্টা জেরার পর তাদের গ্রেপ্তার করা হয়।

গত ১৪ অক্টোবর আরিয়ানের জামিনে শুনানি থাকলেও ২০ অক্টোবর পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা হয়েছে। এদিন কোয়ারেন্টাইন ব্যারাক থেকে সাধারণ সেলে নেওয়া হয়েছে আরিয়ানকে। কারাগারে এখন তার পরিচয় কয়েদি নম্বর ৯৫৬।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়