ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

কারাগারে আরিয়ান, আটকে আছে শাহরুখ-সালমানের সিনেমা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৮, ১৯ অক্টোবর ২০২১   আপডেট: ১৬:৪২, ১৯ অক্টোবর ২০২১
কারাগারে আরিয়ান, আটকে আছে শাহরুখ-সালমানের সিনেমা

জনপ্রিয় বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। সম্প্রতি মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন তিনি। মুম্বাইয়ের আর্থার রোডের কারাগারে রাখা হয়েছে তাকে।

এদিকে আরিয়ান কারাগারে থাকায় আটকে আছে শাহরুখের ‘পাঠান’ ও সালমান খানের ‘টাইগার-থ্রি’ সিনেমার শুটিং। সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, গত ২ অক্টোবর স্পেনের উদ্দেশে রওনা হন ‘পাঠান’ সিনেমার পরিচালক সিদ্ধার্থ আনন্দ। কিন্তু আরিয়ানের ঘটনার জন্য শাহরুখ শুটিংয়ে অংশ নিতে না পারায় তিনি ফিরে এসেছেন।

‘পাঠান’ সিনেমায় সালমান ও ‘টাইগার থ্রি’ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করছেন শাহরুখ। তাছাড়া দু’টি সিনেমাই প্রযোজনা করছে যশরাজ ফিল্মস। শাহরুখ শুটিং বন্ধ রাখায় এই সিনেমা দু’টিও আটকে গেছে। তবে শাহরুখে বডি ডাবল দিয়ে এই অভিনেতার ‘লায়ন’ সিনেমার শুটিং চালিয়ে যাচ্ছেন পরিচালক অ্যাটলি। এর ফলে অন্য অভিনেতাদের শিডিউল নিয়ে জটিলতায় পড়তে হবে না বলে মনে করছেন নির্মাতা।

আরো পড়ুন:

গত ২ অক্টোবর রাতে মুম্বাই থেকে ভারতের পর্যটন নগরী গোয়াগামী বিলাসবহুল প্রমোদতরী থেকে আরিয়ানসহ আটজনকে আটক করে এনসিবি। কয়েক ঘণ্টা জেরার পর তাদের গ্রেপ্তার করা হয়। গত ১৪ অক্টোবর আরিয়ানের জামিনে শুনানি থাকলেও ২০ অক্টোবর পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা হয়েছে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়