ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

মোটা অঙ্কের বাড়ি ভাড়া গুণতে হচ্ছে সালমানকে

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪২, ১৯ অক্টোবর ২০২১   আপডেট: ১৬:৫১, ১৯ অক্টোবর ২০২১
মোটা অঙ্কের বাড়ি ভাড়া গুণতে হচ্ছে সালমানকে

বলিউড সুপারস্টার সালমান খান। মুম্বাইয়ের নিজের বাড়িসহ কয়েকটি অ্যাপার্টমেন্ট রয়েছে তার। তবুও মোটা অঙ্কে একটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট ভাড়া নিলেন এই অভিনেতা।

মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত এই ভবনের নাম মাকবা হায়েটস। বিলাসবহুল এই ভবনের  ১৭ ও ১৮ তলায় তার এই অ্যাপার্টমেন্টটি অবস্থিত। এর জন্য প্রতি মাসে ৮ লাখ ২৫ হাজার রুপি ভাড়া গুণতে হবে সালমানকে। ১১ মাসের জন্য এটি ভাড়া নিয়েছেন এই অভিনেতা। সালমানের প্রযোজনা প্রতিষ্ঠানের কনটেন্ট লেখকদের জন্য অ্যাপার্টমেন্টটি ব্যবহার হবে বলে জানা গেছে।

বর্তমানে ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের ১৫তম আসর নিয়ে ব্যস্ত সালমান খান। পাশাপাশি তার হাতে বেশ কয়েকটি সিনেমাও রয়েছে। মুক্তির অপেক্ষায় এই অভিনেতার ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’। এছাড়া ‘টাইগার-থ্রি’ সিনেমার শুটিং করছেন তিনি। ‘কিক-টু’ সিনেমায় দেখা যাবে তাকে। এখানেই শেষ নয়, শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমায় অতিথি চরিত্রে হাজির হবে সালমান।

আরো পড়ুন:

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়