ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

ছেলেকে কড়া শাসনে রাখার ব্যবস্থা করছেন শাহরুখ-গৌরী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩২, ২১ অক্টোবর ২০২১  
ছেলেকে কড়া শাসনে রাখার ব্যবস্থা করছেন শাহরুখ-গৌরী

বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি শাহরুখ ও গৌরী খান। সম্প্রতি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন তাদের ছেলে আরিয়ান খান। তবে ছাড়া পাওয়ার পর ছেলেকে কড়া শাসনে রাখার ব্যবস্থা করছেন তারা।

শাহরুখ পরিবারের ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, শাহরুখ ও গৌরী চিন্তা করছেন, ছেলেকে অনেক ছাড় দিয়ে ফেলেছেন তারা। কারাগার থেকে ছাড়া পেলে এবার কড়া শাসনে রাখবেন তাকে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, আরিয়ান বাড়ি ফিরলে দু’মাস তাকে বাড়ির বাইরে পা রাখতে দেবেন না শাহরুখ-গৌরী। পার্টি, বন্ধুদের সঙ্গে আড্ডা সব বন্ধ থাকবে। এখানেই শেষ নয়, যেসব ভবিষ্যতের জন্য ক্ষতিকর এমন বন্ধুদের সঙ্গেও তাকে মিশতে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরো পড়ুন:

গত ২ অক্টোবর রাতে মুম্বাই থেকে ভারতের পর্যটন নগরী গোয়াগামী বিলাসবহুল প্রমোদতরী থেকে আরিয়ানসহ আটজনকে আটক করে এনসিবি। কয়েক ঘণ্টা জেরার পর তাদের গ্রেপ্তার করা হয়। এরপর গত ৭ অক্টোবর থেকে কারাবন্দি রয়েছেন শাহরুখপুত্র। আগামী ২৬ অক্টোবর বোম্বে হাই কোর্টে তার জামিন শুনানি রয়েছে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়