যে হাত নুসরাতের ভরসা (ভিডিও)
‘তুমি যেখানেই হাত রাখো, যেখানেই কান থেকে
খুলে রাখো দুল, কণ্ঠ থেকে খুলে রাখো হার,
সেখানেই শরীর আমার হয়ে ওঠে রক্তজবা ফুল।’—এ পঙ্ক্তিমালা নির্মলেন্দু গুণের। কবির মতো প্রিয় মানুষটির হাতের স্পর্শের জন্য যে আকুলতা যশের হৃদয়ে ছিল তা যেন পূর্ণ হয়েছে। কারণ পরম মমতা আর গভীর বিশ্বাসে তার হাতটি শক্তভাবে ধরেছেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি। যাতে এমন পূর্ণতার দৃশ্য দেখা যায়! ভিডিওর ক্যাপশনে নুসরাত লিখেছেন, ‘যুগলবন্দি।’
আনুষ্ঠানিকভাবে বিয়ের কথা স্বীকার না করলেও একসঙ্গে বসবাস করছেন যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান। তাদের ঘর আলো করে এসেছে ঈশান নামে এক পুত্রসন্তান। পুত্র ও নুসরাতকে নিয়ে কাশ্মীরে গিয়েছেন যশ। আর সেখান থেকে এই ভিডিও শেয়ার করেছেন নুসরাত।
নুসরাতের ভিডিও দেখতে ক্লিক করুন
মূলত যশ দাশগুপ্তর পরবর্তী সিনেমার শুটিং হচ্ছে কাশ্মীরে। এ উপলক্ষে যশের কাশ্মীর ভ্রমণ। তবে সিনেমাটিতে নুসরাত অভিনয় করছেন না। বরং পুত্রসমেত যশের সঙ্গে অবসর কাটানোর জন্য সেখানে গিয়েছেন এই অভিনেত্রী। বলা যায়, ব্যাপারটি রথ দেখা কলা বেচার মতো হয়েছে!
২০১৯ সালের ১৯ জুন ভালোবেসে ধর্মীয় রীতি মেনে নিখিল জৈনর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নুসরাত জাহান। তবে এক বছরের মাথায় তাদের দাম্পত্য জীবনে কলহ শুরু হয়। দীর্ঘদিন আলাদা থাকার পর কয়েক মাস আগে নুসরাত জানান, নিখিলের সঙ্গে লিভ-ইন করেছেন, তাদের রেজিস্ট্রি বিয়ে হয়নি।
ঢাকা/শান্ত