ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

বিয়ের গুঞ্জনে মুখ খুললেন ক্যাটরিনা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫০, ২৯ অক্টোবর ২০২১   আপডেট: ১১:২৯, ২৯ অক্টোবর ২০২১
বিয়ের গুঞ্জনে মুখ খুললেন ক্যাটরিনা

বিয়ে করছেন অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ— বলিপাড়া এখন এই গুঞ্জনে মুখরিত। কিন্তু বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন ক্যাটরিনা।

এক সাক্ষাৎকারে বিয়ের গুঞ্জন নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আপাতত কোনো বিয়ের পরিকল্পনা নেই। গত ১৫ বছর ধরে নানা সময়েই আমার বিয়ে নিয়ে গুঞ্জন রটেছে। নতুন করে এসব নিয়ে আর ভাবি না।’

এদিকে ভিকি ও ক্যাটরিনার এক ঘনিষ্ঠ বন্ধু বলিউডলাইফ ডটকমকে বলেন, ‘ভিকিকে নিয়ে কেন যে এসব রটে, তা আমরা জানি না। তাদের এ ধরনের কোনো পরিকল্পনাই নেই। কয়েকদিন পর পর শুধু তাদের ঘিরে এরকম গুজব ছড়ায়।’

আরো পড়ুন:

এর আগে ভারতীয় মিডিয়াগুলোতে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, আগামী ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসছেন ভিকি-ক্যাটরিনা। ইতোমধ্যে বিয়ের ভেন্যু ও তারিখ নির্ধারণ হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, রাজস্থানের সাওয়াই মাধপুরে অবস্থিত সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা রিসোর্টে সাত পাকে বাধা পড়বেন এই জুটি। রান্থামবোর ন্যাশনাল পার্ক থেকে এই স্থানের দূরত্ব মাত্র ৩০ মিনিট।

সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা ১৪০০ খ্রিষ্টাব্দে নির্মিত একটি দুর্গ। পরবর্তী সময়ে এটিকে অভয়ারণ্য ও স্পা সেন্টারে রূপান্তর করা হয়েছে। রাজস্থানের একটি রাজ পরিবারের মালিকানাধীন প্রাচীর ঘেরা এই দুর্গে দু’টি প্রাসাদ ও একটি মন্দির রয়েছে। জানা গেছে, ডিসেম্বরে প্রথম সপ্তাহে বিয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে।

এর আগে শোনা যায়, বিয়ের পোশাক তৈরির প্রক্রিয়া শুরু করেছেন ক্যাটরিনা। বিয়েতে ‘র সিল্ক’ পরবেন বলে ঠিক করেছেন এই অভিনেত্রী। জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী ক্যাটরিনার পোশাক বানানোর প্রস্তুতি শুরু করেছেন।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়