ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

প্রেমিককে বিয়ে করছেন সুশান্তর প্রেমিকা!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৭, ১ নভেম্বর ২০২১   আপডেট: ১৭:৪৮, ১ নভেম্বর ২০২১
প্রেমিককে বিয়ে করছেন সুশান্তর প্রেমিকা!

অঙ্কিতার সঙ্গে সুশান্ত ও ভিকি (বাঁ থেকে)

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে। গুঞ্জন উঠেছে, আগামী ডিসেম্বরে বর্তমান প্রেমিক ভিকি জৈনর সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন এই অভিনেত্রী।  

ইন্ডিয়াটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী ১২, ১৩ ও ১৪ ডিসেম্বর জমকালো আয়োজনের মধ‌্য দিয়ে সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন অঙ্কিতা-ভিকি। এরই মধ‌্যে অতিথিদের তালিকাও তৈরি করা হয়েছে। বিয়ে-বাসরও ঠিক হয়ে গিয়েছে। মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। তবে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি অঙ্কিতা কিংবা ভিকি।

২০২০ সালের ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ভেঙে পড়েছিলেন অঙ্কিতা। কিছুতেই মেনে নিতে পারছিলেন না সুশান্তের মৃ্ত্যু। সোশ্যাল মিডিয়ায় নানা পোস্টে অঙ্কিতা বার বার ফিরে গিয়েছেন সুশান্তের স্মৃতি চারণায়। ঠিক ওই সময়ে অঙ্কিতার পাশে দাঁড়ান ভিকি জৈন।

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়