ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

অক্ষয়ের গালে ক্যাটরিনার থাপ্পড়

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২০, ৪ নভেম্বর ২০২১   আপডেট: ১৭:২৯, ৪ নভেম্বর ২০২১
অক্ষয়ের গালে ক্যাটরিনার থাপ্পড়

জনপ্রিয় বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ‘সূর্যবংশী’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন তারা।

শুক্রবার (৫ নভেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘সূর্যবংশী’। বর্তমানে এর প্রচার নিয়ে ব্যস্ত সিনেমার টিম। এর ধারাবাহিকতায় ‘দ্য কপিল শর্মা শো’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অক্ষয়-ক্যাটরিনা। সেই সময় সিনেমায় একটি থাপ্পড়ের দৃশ্য নিয়ে অক্ষয় জানান, তাকে সত্যি সত্যিই থাপ্পড় মেরেছেন ক্যাটরিনা। তবে এই দৃশ্যে কোনো রিটেক হয়নি।

অক্ষয় কুমার বলেন, ‘থাপ্পড়ের দৃশ্যে কোনো রিটেক হয়নি। এক শটেই হয়েছে। সত্যি সত্যিই মেরেছিল। আসলে গ্যাপ নজরে আসছিল তাই সত্যি সত্যিই মেরে দিয়েছিল।’

আরো পড়ুন:

এরপর অনুষ্ঠানের সঞ্চালক কপিল শর্মা মজা করে জিজ্ঞেস করেন, রোমান্টিক দৃশ্যে কোনো রিটেক ছিল কিনা। জবাবে ক্যাটরিনা জানান, রোমান্টিক দৃশ্যগুলোতেও বেশি রিটেক দিতে হয়নি। কারণ তাদের মধ্যে রসায়নটা খুব চমৎকার।

পরিচালক রোহিত শেঠির কপ ইউনিভার্সের নতুন সিনেমা ‘সূর্যবংশী’। এতে এটিএস অফিসার বীর সূর্যবংশী চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে। ‘সিং ইজ কিং’, ‘নমস্তে লন্ডন’, ‘ওয়েলকাম’, ‘তিস মার খান’ সিনেমার পর এই সিনেমায় আবারো ক্যাটরিনার সঙ্গে জুটি বাঁধছেন এই অভিনেতা। এছাড়া সিনেমাটিতে অজয় দেবগন ও রণবীর সিংকে অতিথি চরিত্রে দেখা যাবে।

গত বছর মার্চে সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনা মহামারির কারণে প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় তা সম্ভব হয়নি। এরপর ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটি মুক্তির গুঞ্জন ওঠে। তবে শেষ পর্যন্ত প্রেক্ষাগৃহেই সিনেমাটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।

ঢাকা/মারুফ


সর্বশেষ

পাঠকপ্রিয়