ঢাকা     রোববার   ২৯ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৪ ১৪৩১

টুইটার ছাড়তে চাইছেন সামান্থা!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৮, ৬ নভেম্বর ২০২১   আপডেট: ১১:২৯, ৬ নভেম্বর ২০২১
টুইটার ছাড়তে চাইছেন সামান্থা!

মাইক্রোব্লগিং সাইট টুইটার ছাড়তে চাইছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি।

অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে ডিভোর্সের পর থেকে নানা কারণে খবরে এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে অনেকেই বিদ্রূপ করছেন। বিষয়টি নিয়ে তিনি এর আগেও কথা বলেছেন। তবে বর্তমানে পরিস্থিতি বাড়াবাড়ির পর্যায়ে চলে যাচ্ছে বলে মনে করছেন তিনি। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছাড়াও কথাও ভাবছেন তিনি।

ডিভোর্সের পর সামন্থার ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কথা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ। কিছুদিন আগে এক ইউটিউবারের বিরুদ্ধে আদালতে মামলাও করেন এই অভিনেত্রী। সবকিছু মিলিয়ে তিনি আপাতত টুইটার ছাড়তে চাইছেন। ঘনিষ্ঠজনদের নাকি ইতোমধ্যে এ বিষয়ে জানিয়ে দিয়েছেন তিনি।

আরো পড়ুন:

বিচ্ছেদের ঘোষণার পর এখনও পর্যন্ত মাত্র দু’টি টুইট করেছেন সামান্থা। একটি একেবারে পেশাদার হিসেবে বিজ্ঞাপনী টুইট। আর অন্যটি তার বিরুদ্ধে বিভিন্ন সম্পর্কে জড়িত থাকার যে মিথ্যে অভিযোগ করা হচ্ছিল, তা নিয়ে প্রতিবাদ।

২০১০ সালে তেলেগু ভাষার ‘ইয়ে মায়া চেসাভ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন নাগা চৈতন্য ও সামান্থা। সিনেমার সেটেই তাদের প্রথম পরিচয়। তারপরই প্রেমের সম্পর্কে জড়ান তারা। এরপর লুকিয়ে দীর্ঘদিন প্রেম করেন এই জুটি। ২০১৭ সালের ৬ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। গত ২ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের ঘোষণা দেন নাগা-সামান্থা।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়