ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

ভিকিকে বাসা ভাড়া গুণতে হয় ১০ লাখ টাকা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৬, ৯ নভেম্বর ২০২১   আপডেট: ০৮:০৮, ৯ নভেম্বর ২০২১
ভিকিকে বাসা ভাড়া গুণতে হয় ১০ লাখ টাকা

দীর্ঘ দিন ধরে গুঞ্জন উড়ছে, ক্যাটরিনা কাইফের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন বলিউড অভিনেতা ভিকি কৌশল। শুধু তাই নয়, তাদের বিয়ের জোর প্রস্তুতি চলছে। এসব বিষয় নিয়ে নিয়মিত খবরের শিরোনামে ভিকি-ক্যাটরিনা। অন্যদিকে চলতি বছরে মুম্বাইয়ের জুহুতে নতুন ফ্ল্যাট ভাড়া নিয়েছেন ভিকি। প্রতি মাসে এ ফ্ল্যাটের ভাড়া বাবদ তাকে গুণতে হচ্ছে প্রায় ১০ লাখ টাকা।

ভারতের রিয়েল এস্টেট ভিত্তিক নিউজ পোর্টাল স্কয়ার ফিট ইন্ডিয়া ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, জুহুতে অবস্থিত রাজমহল নামের বিল্ডিংয়ের ৯তলায় অবস্থিত ভিকির ফ্ল্যাট। গত জুলাই মাসে চুক্তিপত্রে সই করেন তিনি। এ ফ্ল্যাটের জন্য সিকিউরিটি বাবদ ১ কোটি ৭৫ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ২ লাখ ৪১ হাজার ৮২৭ টাকা) জমা দিয়েছেন ভিকি।

আপাতত ৫ বছরের জন্য এ ফ্ল্যাট ভাড়া নিয়েছেন ভিকি। প্রথম বছরে প্রতি মাসে ভাড়া দিতে হবে ৮ লাখ ৪০ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় ৯ লাখ ৭১ হাজার ৬০৭ টাকা)। পরের বছর প্রতি মাসে ভাড়া গুণতে হবে ৮ লাখ ৮২ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় ১০ লাখ ২০ হাজার ১৮৮ টাকা)।

আরো পড়ুন:

চুক্তিপত্রের কাগজের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভিকি কৌশলের এ ফ্ল্যাটের আয়তন ২ হাজার ৭৭৭ স্কয়ার ফুট। এতে ৫৯০ স্কয়ার ফুটের একটি বেলকনি রয়েছে। পাশাপাশি ভিকি ৩টি গাড়ি পার্কিংয়ের সুবিধাও পাবেন।

সম্প্রতি মুক্তি পেয়েছে ভিকি কৌশল অভিনীত ‘উধাম সিং’ সিনেমা। সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে হাজির হয়েছিলেন ক্যাটরিনা। এরপর থেকে তাদের প্রেমের সম্পর্কের পালে নতুন হাওয়া লেগেছে। ভিকির ঝুলিতে কয়েকটি সিনেমা রয়েছে। ভারতের প্রথম ফিল্ড মার্শাল স্যাম মানেকশকে নিয়ে ‘স্যাম বাহাদুর’ সিনেমায় দেখা যাবে তাকে। এছাড়া ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’, ‘মিস্টার লেলে’ সিনেমায় অভিনয় করছেন এই অভিনেতা।  

 

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়