ঢাকা     সোমবার   ৩০ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৫ ১৪৩১

অ্যাকশন মুডে আল্লু অর্জুনের ছেলে (ভিডিও)

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৪, ৯ নভেম্বর ২০২১   আপডেট: ১৭:৪৯, ৯ নভেম্বর ২০২১
অ্যাকশন মুডে আল্লু অর্জুনের ছেলে (ভিডিও)

তেলেগু সিনেমার ‘আইকন স্টার’ আল্লু অর্জুন। পর্দায় অ্যাকশন মুডে হাজির হয়ে দর্শক হৃদয় জয় করেছেন। এবার একইভাবে দেখা গেলো তার ছেলে আল্লু আয়ানকে।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন আল্লু অর্জুন। এতে সাত বছর বয়সী আয়ানকে কঠোর ওয়ার্কআউট করতে দেখা গেছে। তবে এখনো শারীরিক চর্চা শুরু করেননি আল্লু আর্জুনপুত্র। মূলত চাচা বরুণ তেজের ‘ঘানি’ সিনেমার প্রচারের জন্য ভিডিওটি তৈরি হয়েছে।

সিনেমাটিতে বরুণ তেজ একজন বক্সারের ভূমিকায় অভিনয় করছেন। এজন্য তাকে কঠোর ওয়ার্কআউট করতে হয়েছে। ‘ঘানি অ্যানথেম’ নামের একটি ভিডিও প্রকাশ করেছেন নির্মাতারা। এতে তা তুলে ধরা হয়েছে। আল্লুর প্রকাশিত ভিডিওটিতে ছোট আয়ানকে চাচা বরুণ তেজের অনুকরণ করতে দেখা গেছে।

আরো পড়ুন:

স্পোর্টস-ড্রামা ঘরানার ‘ঘানি’ সিনেমাটিতে বরুণ তেজের বিপরীতে অভিনয় করছেন সাঈ মাঞ্জেরেকর। এটি পরিচালনা করছেন কিরণ কোরাপাতি।

দেখুন ভিডিও:

 

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়