ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

পর্নোগ্রাফি কাণ্ডের পর হাতে হাত রেখে জনসম্মুখে রাজ-শিল্পা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৫, ৯ নভেম্বর ২০২১   আপডেট: ১৮:২৭, ৯ নভেম্বর ২০২১
পর্নোগ্রাফি কাণ্ডের পর হাতে হাত রেখে জনসম্মুখে রাজ-শিল্পা

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। গত জুলাইয়ে পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার হন তিনি। বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন।

এদিকে পর্নোগ্রাফি কাণ্ডের পর কারামুক্ত হয়ে নিজেকে অনেকটা আড়াল করেছিলেন রাজ। এমনকি শিল্পার সঙ্গে তাকে দেখা যায়নি। এ নিয়ে বলিপাড়ায় এই জুটির ডিভোর্সের গুঞ্জনও চাউর হয়। তবে সব গুঞ্জন উড়িয়ে জনসম্মুখে এলেন রাজ ও শিল্পা।

সম্প্রতি ভারতের হিমাচল প্রদেশের একটি মন্দিরে গিয়েছিলেন এই জুটি। এই সময় হাতে হাত ধরে তাদের চলতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ছবিও ভাইরাল হয়েছে।

আরো পড়ুন:

গত ১৯ জুলাই শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ— তিনি পর্নো তৈরি করে তা বিভিন্ন অ্যাপে প্রচার করতেন। এরপর গত ১৫ সেপ্টেম্বর মুম্বাই ম্যাজিস্ট্রেট কোর্টে রাজের বিরুদ্ধে ১৫০০ পাতার সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয় মুম্বাই পুলিশ। গত ১৮ সেপ্টেম্বর মহারাষ্ট্র আদালতে জামিন আবেদন করেন রাজ। তার আইনজীবীর দাবি, এই মামলায় পুলিশের কাছে রাজের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। তাকে ফাঁসানো হচ্ছে। ২০ সেপ্টেম্বর ৫০ হাজার রুপি ব্যক্তিগত বন্ডে জামিন পান রাজ।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়